• ঢাকা
  • |
  • শনিবার ২২শে অগ্রহায়ণ ১৪৩২ দুপুর ০১:০১:১১ (06-Dec-2025)
  • - ৩৩° সে:

রিকশাচালকদের জীবন-মান উন্নয়নে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগ

৬ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৫৩:০৪

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: সমাজের অবহেলিত ও পরিশ্রমী এক শ্রেণির মানুষের জীবনমান উন্নয়নে একটি যুগান্তকারী উদ্যোগ গ্রহণ করল আস-সুন্নাহ ফাউন্ডেশন। ৫ ডিসেম্বর শুক্রবার প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হলো রিকশাচালকদের জীবনমান উন্নয়ন কর্মশালা, যেখানে উদ্বোধনী দিনেই দেখা গেল অভূতপূর্ব উৎসাহ, ভিড় ও আবেগঘন পরিবেশ।

Ad

আস-সুন্নাহ ফাউন্ডেশনের দায়িত্বশীল ব্যক্তিদের মতে, সমাজে নীরবে ও নিষ্ঠার সঙ্গে যারা কর্মজীবন চালিয়ে যান অথচ অবদানের তুলনায় কম মূল্যায়িত তাদের মধ্য থেকেই কর্মশালার যাত্রা শুরু করার সিদ্ধান্ত নেওয়া হয়। এজন্য প্রথম পর্যায়ে বেছে নেওয়া হয়েছে রিকশাচালকদের।

Ad
Ad

প্রতিষ্ঠানের লক্ষ্য, সমাজের নানা স্তরের মানুষের ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী থেকে শুরু করে ছাত্র ও সাধারণ শ্রমজীবী— সকলের জীবনমান উন্নয়নে ধাপে ধাপে ধারাবাহিক কর্মশালা আয়োজন করা।

আয়োজকদের তথ্যমতে, ঘোষণার পরপরই আগ্রহীদের সাড়া পেয়ে ১,২০০-র বেশি রিকশাচালক রেজিস্ট্রেশন করেন। তবে আসন সংকটের কারণে প্রথম ধাপের কর্মশালায় অংশ নিতে পারেন মাত্র ৫০০ জন। অতিরিক্ত আবেদনকারীদের জন্য পরবর্তীতে আলাদা কর্মশালার আয়োজনের ঘোষণা দেওয়া হয়েছে।

কর্মশালায় রিকশাচালকদের জন্য ছিল বাস্তবসম্মত ও প্রয়োজনীয় নানা বিষয়ের ওপর সেশন— পরিচ্ছন্ন ও সম্মানজনক জীবনযাপনের মানসিক প্রস্তুতি, ট্রাফিক আইন, সড়ক নিরাপত্তা ও দুর্ঘটনা এড়ানোর উপায়, স্বাস্থ্যসচেতনতা, পরিচ্ছন্নতা ও প্রাথমিক চিকিৎসা, সুন্দর আচরণ, গ্রাহকের সঙ্গে ব্যবহার এবং সামাজিক শিষ্টাচার, স্ত্রী-সন্তানের প্রতি করণীয়, কম আয়ে সঞ্চয়, স্বাবলম্বী হওয়ার পথ এবং ঋণমুক্ত জীবনযাপনের নির্দেশনা, প্রয়োজনীয় দীনি জ্ঞান ও নৈতিক জীবনের দিকনির্দেশনা।

প্রতিটি বিষয়ে উপস্থাপন করেন সংশ্লিষ্ট ক্ষেত্রের বিশেষজ্ঞ, যারা রিকশাচালকদের বাস্তব অভিজ্ঞতা, দৈনন্দিন সমস্যা ও সমাধানের পথ নিয়ে মুক্ত আলোচনা করেন।

কর্মশালা শেষে রিকশাচালকদের সঙ্গে জুমার নামাজ আদায় করেন ফাউন্ডেশনের দায়িত্বশীল সদস্যরা। আয়োজকদের ভাষায়, প্রায় ২৫ বছর ধরে জুমা পড়ানোর অভিজ্ঞতা থাকলেও রিকশাচালকদের নিয়ে এই আয়োজন ছিল এক বিশেষ ও স্মরণীয় অনুভূতি।

কর্মশালায় অংশগ্রহণকারীদের আগামী এক মাস বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে। প্রশিক্ষণের বিষয়গুলোর ওপর যাদের পারফরম্যান্স সর্বোত্তম হবে, তাদের মধ্য থেকে একজন রিকশাচালককে উমরা করার সুযোগ দেওয়া হবে। এছাড়া আরও বেশ কয়েকজনকে প্রদান করা হবে বিশেষ উপহার।

আস-সুন্নাহ ফাউন্ডেশন সূত্র জানায়, রিকশাচালকদের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হলেও এটি কেবল শুরু। ধীরে ধীরে সকল শ্রেণি-পেশার মানুষের জীবনমান উন্নয়নের জন্য প্রশিক্ষণ ও সচেতনতা কর্মশালা চালিয়ে যেতে চায় প্রতিষ্ঠানটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
সৌদি আরবের সিনেমা উৎসবে ঐশ্বরীয়া রাই
৬ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:২৩:১৩








সংবাদ ছবি
গজারিয়ায় বিএনপির দুপক্ষের সংঘর্ষে আহত ৮
৬ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:১৮:১৩


Follow Us