• ঢাকা
  • |
  • সোমবার ১৯শে কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৬:৪৩:২১ (03-Nov-2025)
  • - ৩৩° সে:

মেট্রোরেলের নকশায় ত্রুটি থাকতে পারে: ডিএমটিসিএল এমডি

৩ নভেম্বর ২০২৫ দুপুর ১২:১৭:৩৮

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: মেট্রোরেলের নকশায় ত্রুটি থাকতে পারে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক ফারুক আহমেদ। তিনি বলেন, নিম্নমানের সরঞ্জাম ব্যবহারসহ বিভিন্ন কারণেই সাম্প্রতিক দুর্ঘটনা ঘটতে পারে।

Ad

৩ নভেম্বর সোমবার মেট্রোরেল প্রকল্প ও এর সার্বিক পরিচালনা বিষয়ক এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

Ad
Ad

ফারুক আহমেদ বলেন, ‘আমাদের প্রথম কাজ নিরাপত্তা নিশ্চিত করা। মেট্রোরেলের নকশায় ভুল থাকতে পারে। পাশাপাশি নিম্নমানের উপকরণ ব্যবহার, যথাযথভাবে কাজ বুঝে না নেওয়াসহ নানা কারণেও দুর্ঘটনা ঘটতে পারে। তবে তদন্ত শেষ হলে নিশ্চিতভাবে বলা যাবে।’

তিনি আরও বলেন, ‘নতুন প্রকল্পগুলোর ক্ষেত্রে প্রয়োজনে নকশা পরিবর্তন করা হবে। রাজনৈতিক দলসহ যারা পিলারে পোস্টার লাগাচ্ছেন, তাদের এসব কাজ থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।’

ডিএমটিসিএল এমডি বলেন, ‘আমাদের ব্যয়ের পরিমাণ অনুযায়ী মেট্রোরেল হওয়া উচিত ছিল বিশ্বের অন্যতম সেরা। কিন্তু বাস্তবতা ভিন্ন। যারা কাজ বুঝে নিয়েছে কিংবা যাদের কাছ থেকে কাজ নেওয়া হয়েছে—তাদের অনিয়মের দায় থাকলে অবশ্যই আইনের আওতায় আনা হবে। সরকারের তদন্ত শেষ হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

তিনি জানান, ‘ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে এখনো পুরো কাজ বুঝে নেওয়া হয়নি। তিন মাস ধরে বারবার নোটিশ পাঠিয়েও আমরা সম্পূর্ণ কাজ পাইনি। আংশিকভাবে কাজ বুঝে নিলেও বড় ধরনের ত্রুটি সংশোধনে ২ থেকে আড়াই বছর সময় লাগার কথা ছিল, কিন্তু সেটিও হয়নি,’ বলেন তিনি।

ফারুক আহমেদ জানান, মেট্রোরেল লাইন-১ প্রকল্পে বর্তমানে কোনো প্রকল্প পরিচালক নেই। ‘খুব দ্রুত চার থেকে পাঁচজন নতুন প্রকল্প পরিচালক নিয়োগ দেওয়া হবে,’ বলেন তিনি।

সম্প্রতি রাজধানীর ফার্মগেটে মেট্রোরেলের একটি পিলার থেকে বিয়ারিং প্যাড পড়ে নিহত আবুল কালামের বিষয়ে তিনি বলেন, ‘তার পরিবারকে প্রাথমিকভাবে ৫ লাখ টাকা সহায়তা দেওয়া হয়েছে। এটি ক্ষতিপূরণ নয়, তাৎক্ষণিক সাহায্য হিসেবে দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আবুল কালামের পরিবারের দীর্ঘমেয়াদি সহায়তার জন্য আমরা কাজ করছি। তার স্ত্রীর সঙ্গে আমার বৈঠক হয়েছে। তার যোগ্যতা অনুযায়ী একটি চাকরির ব্যবস্থা করা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলে সে চাকরিতে যোগ দিতে পারবেন।’

“তিনি অনার্স শেষ করতে আরও ছয় মাস সময় পাবেন। পড়াশোনা শেষ হলে তার যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগও রাখা হয়েছে,” যোগ করেন ডিএমটিসিএল এমডি ফারুক আহমেদ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
যে আসনে লড়বেন তারেক রহমান
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৬:৪৯

সংবাদ ছবি
আসন্ন নির্বাচনে ৩ আসনে লড়বেন বেগম খালেদা জিয়া
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৩৩:২৯

সংবাদ ছবি
শ্রীপুরে ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:২৭:৩০


সংবাদ ছবি
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু
৩ নভেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:০৫:২৮

সংবাদ ছবি
বিএনপির ২৩৭ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা
৩ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৪:৪৯






Follow Us