• ঢাকা
  • |
  • শনিবার ২৬শে আশ্বিন ১৪৩২ রাত ০৮:১৯:৪৫ (11-Oct-2025)
  • - ৩৩° সে:

মাওলানা আবদুর রহীম (রহ.) স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১১ অক্টোবর ২০২৫ বিকাল ০৩:৫৭:১৩

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ইসলামী আন্দোলনের প্রতিষ্ঠাতা মাওলানা মুহাম্মদ আবদুর রহীম (রহ.)-এর স্মরণে “আগামী ইসলামী বিপ্লবের কর্মধারা, কর্মপন্থা ও রূপরেখা” শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

১০ অক্টোবর শুক্রবার সকাল ৯টা ৩০ মিনিট থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে ইসলামী ঐক্য আন্দোলনের উদ্যোগে এ সেমিনার আয়োজন করা হয়।

Ad
Ad

সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ঐক্য আন্দোলনের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া।

Ad

তিনি বলেন, “একটি পূর্ণাঙ্গ ইসলামী বিশ্বব্যবস্থা ছাড়া এ পৃথিবীতে স্থায়ী শান্তি ও ন্যায় প্রতিষ্ঠা সম্ভব নয়। আজকের মানবতা রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিকভাবে চরম সংকটে পতিত হয়েছে। এর একমাত্র মুক্তির পথ হলো ইসলামী আদর্শভিত্তিক জীবনব্যবস্থা প্রতিষ্ঠা করা।”

তিনি আরও বলেন “আমরা বিশ্বাস করি, বাংলাদেশের মাটিতে আগামী ইসলামী বিপ্লবের সূচনা হবে, যা বিশ্বব্যাপী ইসলামী জাগরণের পথ উন্মুক্ত করবে। ”

সভায় সভাপতিত্ব করেন ইসলামী ঐক্য আন্দোলনের ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা মুহাম্মদ এরশাদ উল্যাহ ভূঁইয়া।

সভাপতির বক্তব্যে তিনি বলেন,  “আমাদের জাতিকে আত্মশুদ্ধি ও চেতনায় জাগ্রত হতে হবে। ইসলামী আদর্শকে রাজনৈতিক চিন্তা-চেতনায় রূপান্তরিত করে বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে। ”

সেমিনারে আরও বক্তব্য রাখেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইসলামী আইন ও শরিয়াহ অনুষদের অধ্যাপক ও মাওলানা আবদুর রহীম (রহ.)-এর ছাত্র মাওলানা মুহিউদ্দীন নাসির, ইসলামী চিন্তাবিদ মাওলানা রুহুল আমিন, ইসলামী ঐক্য ছাত্র আন্দোলনের সভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম, বাংলাদেশ ইসলামী সাহিত্য পরিষদের সম্পাদক কবি আব্দুল করিম, জাতীয় স্মৃতি পরিষদের সভাপতি ড. মো. শহিদুল ইসলাম, ইসলামী সমাজকল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক মো. আবদুল্লাহ আল মামুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. আবদুস সবুর খান, ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ময়নুল হক এবং ইসলামী ঐক্য আন্দোলনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা ফারুক আহমেদ প্রমুখ।

বক্তারা বলেন, মাওলানা আবদুর রহীম (রহ.) ছিলেন একাধারে চিন্তাবিদ, লেখক, সংগঠক ও ইসলামী বিপ্লবের দিকনির্দেশক। তাঁর জীবনাদর্শ অনুসরণ করলেই আগামী প্রজন্ম একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে পারবে।

সেমিনারে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী এবং ইসলামী চিন্তাবিদরা উপস্থিত ছিলেন।
শেষে হাফেজ আব্দুস সোবহান দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
চতুর্দিক থেকে বিএনপিকে ঘায়েলের চেষ্টা চলছে
১১ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:৫৭:৪১


সংবাদ ছবি
বকশীগঞ্জে বিএনপির মতবিনিময় সভা
১১ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৭:০৩:০৬



সংবাদ ছবি
বন্দরে জিয়া সৈনিক দলের কমিটি ঘোষণা
১১ অক্টোবর ২০২৫ সন্ধ্যা ০৬:০৪:২৪



সংবাদ ছবি
১৬ অক্টোবর চারুকলার বকুলতলায় হবে শরৎ উৎসব
১১ অক্টোবর ২০২৫ বিকাল ০৫:৩৭:৪০



Follow Us