• ঢাকা
  • |
  • শনিবার ২৮শে ভাদ্র ১৪৩২ রাত ১২:৪৪:১২ (13-Sep-2025)
  • - ৩৩° সে:

প্রিয় ঢাকা

শান্তিনগরে মি. ডি আই ওয়াই’র পঞ্চম স্টোর উদ্বোধন

১২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২০:১৪

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: গ্রাহক‌দের কাছ থে‌কে ব‌্যাপক সাড়া পাওয়ার পর, মালয়েশিয়ার শীর্ষস্থানীয় হোম ইমপ্রুভমেন্ট ব্র্যান্ড মি. ডি আই ওয়াই আনুষ্ঠানিকভাবে বাংলা‌দে‌শে তাদের পঞ্চম স্টোর উদ্বোধন করেছে। নতুন স্টোরটির অবস্থান ঢাকার শা‌ন্তিগ‌রে কনকর্ড গ্র্যান্ডে।

১১ ‌সে‌প্টেম্বর বৃহস্প‌তিবার এক জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে পঞ্চম স্টোর‌টি চালু করা হয়।

স্টোর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মি. ডি আই ওয়াই বাংলাদেশ-এর শীর্ষ কর্মকর্তারা, যারা ফিতা কেটে স্টোরটি গ্রাহকদের জন‌্য চালু ক‌রেন।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সৈয়দ নূর আনোয়ার হেড অব অপারেশনস, মোহাম্মদ নাসিম আহমেদ ফাইন্যান্স ম্যানেজার, মো. উমার ফারুক হোসেন ওয়্যারহাউস ম্যানেজার, মো. হারিস বিন জামালউদ্দিন, এরিয়া ম্যানেজার, মো. মাসুদুর রহমান ইমপোর্ট ম্যানেজার মোহাম্মদ শাহিন মোল্লা এইচ আর ম্যানেজার, মোহাম্মদ নাজির হোসেন, বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার , রাহাত নবি মার্কেটিং ম্যানেজার ।

এসময় তারা ফিতা কেটে মি. ডি আই ওয়াই -এর সম্প্রসারণ ও ক্রেতাদের আরও ভালো সেবা দেওয়ার প্রতিশ্রুতি দেন।

অনুষ্ঠানে জানা‌নো হয়, মি. ডি আই ওয়াই “গুণগত মান, সাশ্রয়ী দাম এবং নানান বৈচিত্র্যের সমাহার, এক ছাদের নিচে আপনার সকল চাহিদা পূরণের নির্ভরযোগ্য ঠিকানা।” মি. ডি আই ওয়াই তাদের সর্বদা কম দাম নীতির প্রতি অটল থেকে গুণগতমান বজায় রেখে কম দামে পণ্য সরবরাহ করছে।

শান্তিনগরে চালু হওয়া নতুন স্টো‌রে ১০,০০০+ পণ্য রয়েছে, যা ১০টি প্রধান ক্যাটাগরিতে বিভক্ত গৃহস্থালি পণ্য, হার্ডওয়্যার সরঞ্জাম, ইলেকট্রনিক আইটেম, গাড়ির অ্যাক্সেসরিজ, ফার্নি শিং সামগ্রী, স্টেশনারি ও খেলাধুলার সরঞ্জাম, খেলনা ও উপহারসামগ্রী, কম্পিউটার ও মোবাইল অ্যাক্সেসরিজ, জুয়েলারি ও কসমেটিকস প্রত্যেক পরিবারের সদস্যদের জন্য কিছু না কিছু থাকছে, যা একটি পরিপূর্ণ শপিং অভিজ্ঞতা নিশ্চিত করবে।

গ্র্যান্ড ওপেনিং উপলক্ষে, ১১-১৩ সেপ্টেম্বর পর্যন্ত চলবে বিশেষ অফার ও উপহার ক্যাম্পেইন। ক্রেতারা ১,০০০ টাকা বা তার বেশি কেনাকাটা পাচ্ছেন মি. ডি আই ওয়াই এর ছাতা ফ্রি।

এ ছাড়া উদ্বোধনের আনন্দ আরও বাড়িয়ে তুলতে মি. ডি আই ওয়াই টপ ফ্যান ক্যাম্পেইনে অংশ নিয়ে জিতে নিতে পারবেন বিশেষ পুরস্কার!

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
বামনায় মরদেহ উদ্ধার, আটক ২
১২ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৯:১৫:৫০



সংবাদ ছবি
রোমে গুলিবর্ষণে সাবেক বিএনপি নেতাসহ আহত ৩
১২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৩৬:৪৩

সংবাদ ছবি
সুন্দরবনে ৯ জেলে উদ্ধার, অস্ত্র ও গোলাবারুদসহ আটক ২
১২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:২২:৫৪


সংবাদ ছবি
ভেদরগঞ্জে ভ্যান-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১
১২ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৯:৩০



সংবাদ ছবি
শান্তিনগরে মি. ডি আই ওয়াই’র পঞ্চম স্টোর উদ্বোধন
১২ সেপ্টেম্বর ২০২৫ বিকাল ০৫:২০:১৪