নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকার সদস্য ও ইংরেজি দৈনিক নিউ নেশনের নিজস্ব প্রতিবেদক সৈয়দ শিমুল পারভেজ বুধবার (২৭ আগস্ট) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে পেশাগত দায়িত্ব পালনকালে ন্যাক্কারজনক হামলার শিকার হয়েছেন। এসময় তাকে রক্ষায় এগিয়ে আসা নিউনেশনের নোমান মোশারফ, বাংলাভিশনের কেফায়েত শাকিল এবং কনটেন্ট ক্রিয়েটর আলম শরীফ হামলার শিকার হয়েছেন। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে শরীয়তপুর সাংবাদিক সমিতি, ঢাকা। পাশাপাশি জড়িতদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।
বুধবার (২৭ আগস্ট) সংগঠনের সভাপতি হাবিবুর রহমান পলাশ ও সাধারণ সম্পাদক ওবায়দুল্লাহ মামুন এক যৌথ বিবৃতিতে এই প্রতিবাদ জানান। তারা বলেন, সংঘবদ্ধ একটি চক্র মব সৃষ্টি করে সাংবাদিক শিমুল পারভেজসহ চারজন সাংবাদিকের ওপর হামলা করে। এতে আইনশৃঙ্খলা বাহিনীও অংশ নেয়। এই ন্যাক্কারজনক ঘটনান সুষ্ঠু তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাই।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিউনেশনের সাংবাদিক শিমুল পারভেজ ও নোমান মোটরসাইকেলে করে ঢাকা রিপোর্টার্স ইউনিটির দিকে যাচ্ছিলেন। জাতীয় প্রেসক্লাবের সামনে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাশে পৌঁছালে একটি মাইক্রোবাস তাদের গতিরোধ করে। শিমুল পারভেজ গাড়ির চালককে পেছাতে বললে গাড়ির ভেতর থেকে চালক ও যাত্রীরা গালিগালাজ শুরু করেন। একপর্যায়ে গাড়ির চালক ধারালো অস্ত্র দিয়ে শিমুলকে আঘাত করার চেষ্টা করেন। শিমুল তা প্রতিহত করার চেষ্টা করলে তার হাতে আঘাত লাগে এবং রক্তাক্ত হন। এরপর গাড়ি থেকে নেমে আরও কয়েকজন শিমুল ও নোমানকে বেধড়ক মারধর করেন। ঘটনার সময় জাতীয় প্রেসক্লাবের গেটের সামনে দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ঘটনাটি দেখেও কোনো হস্তক্ষেপ করেননি। বরং কিছু সময় পর পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এসে হামলাকারীদের না থামিয়ে উল্টো আহত সাংবাদিকদের ওপরই চড়াও হন।
আহত শিমুল পারভেজ জানান, আমাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়, এরপরও পুলিশ আমাকে রক্ষা না করে উল্টো মারধর করে। আমরা পরিচয় দেওয়ার পরও তারা থামেনি। এ ঘটনায় আহত কেফায়েত শাকিল বলেন, শিমুল ভাইকে বাঁচাতে গিয়েও আমি হামলার শিকার হই। পুলিশ আমাদের মেরে ফেলে রাখে। আলম শরীফ নামের কনটেন্ট ক্রিয়েটর বলেন, ‘আমি ভিডিও ধারণ করছিলাম, তখন পুলিশ আমার ওপরও হামলা চালায়।
বিবৃতিতে বলা হয়, সাংবাদিকের ওপর এ ধরনের বর্বরোচিত হামলা শুধু ব্যক্তিগত আক্রমণ নয়, এটি গণমাধ্যমের স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারের ওপর সুস্পষ্ট আঘাত। অবিলম্বে হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। সেইসাথে স্বাধীন সাংবাদিকতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতে রাষ্ট্রকে আরও কার্যকর ভূমিকা পালন করতে হবে।
বিবৃতিতে শরীয়তপুর সংবাদিক সমিতি, ঢাকার নেতৃবৃন্দ আইনশৃঙ্খলা বাহিনীকে ঘটনাটি দ্রুত তদন্ত করে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available