নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ ২৭ ডিসেম্বর শনিবার বেলা ১১টায় ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান বিন হাদির কবর জিয়ারত করবেন। তারেক রহমানের পথে যাতে কোনো প্রতিবন্ধকতা তৈরি না হয়, তাই ইনকিলাব মঞ্চ তাদের অবস্থান পরিবর্তন করেছে। তারা শাহবাগ মোড় থেকে সরে আজিজ সুপার মার্কেটের সামনে অবস্থান নিয়েছে।

আজ শনিবার সকাল ৯টার দিকে ইনকিলাব মঞ্চের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।


ইনকিলাব মঞ্চ জানায়, আজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের শহিদ ওসমান হাদির কবর জিয়ারত উপলক্ষে ইনকিলাব মঞ্চ শাহবাগ মোড় থেকে ডানদিকে আজিজ সুপারমার্কেটের সামনে অবস্থান নিয়েছে। ঠিক দুপুর ১২টায় পুনরায় শাহবাগ মোড়ে শহিদ হাদি চত্বরে অবস্থান কর্মসূচি পালন করা হবে। বিচার আদায়ের দাবিতে সারা দেশের জনতাকে শহিদ হাদি চত্বরে উপস্থিত হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
শহীদ ওসমান হাদি হত্যায় জড়িতদের বিচারের দাবিতে গতকাল শুক্রবার দুপুর থেকে রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান করে তারা। সেখানে শিক্ষার্থী-জনতার উপস্থিতিতে রাতভর চলে আন্দোলন। বিচার না হওয়া পর্যন্ত এ কর্মসূচি চালিয়ে নেওয়ার ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available