• ঢাকা
  • |
  • শনিবার ১৩ই পৌষ ১৪৩২ দুপুর ০১:৫৪:৪৮ (27-Dec-2025)
  • - ৩৩° সে:

রাশেদ খাঁনের পদত্যাগ নিয়ে যা জানালেন গণঅধিকারের নূর

২৭ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:০১:০২

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁন দল থেকে পদত্যাগ করে বিএনপির প্রতীক ধানের শীষ নিয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবেন— এ তথ্য নিশ্চিত করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

Ad

একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলকে তিনি জানান, রাশেদ খাঁন আগামী নির্বাচনে ঝিনাইদহ-৪ আসনে প্রার্থী হতে যাচ্ছেন।

Ad
Ad

নুরুল হক নুর বলেন, খুব শিগগিরই রাশেদ খাঁনের শূন্য পদে দলের সাধারণ সম্পাদক হিসেবে একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেওয়া হবে।

যদিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া স্ট্যাটাসে নুরুল হক নুর জানিয়েছেন, তিনি নিজে গণঅধিকার পরিষদের দলীয় প্রতীক ট্রাক মার্কায় নির্বাচনে লড়বেন। তিনি পটুয়াখালী-৩ আসন থেকে প্রার্থী হতে যাচ্ছেন।

গতকাল ২৬ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যা থেকেই গণঅধিকার পরিষদ থেকে রাশেদ খাঁনের পদত্যাগের বিষয়টি নিয়ে গুঞ্জন ছড়াতে থাকে। এ বিষয়ে নুরুল হক নুর বলেন, নির্বাচনে জয়ের কৌশল হিসেবেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।

নুরুল হক নুর বলেন, ফ্যাসিবাদের উত্তাল সময়ে বিএনপি, গণঅধিকার পরিষদসহ প্রায় ৪২টি রাজনৈতিক দল ও জোট আমরা ফ্যাসিবাদ পতনে এক দফার দাবিতে যুগপৎ আন্দোলন করেছিলাম। সে সময় থেকেই আমাদের আলাপ-আলোচনা হয়েছে যে ফ্যাসিবাদ পতনপরবর্তী রাষ্ট্রকে নতুনভাবে গড়ে তোলার লক্ষ্যে আমরা রাষ্ট্রসংস্কার করব। সেই লক্ষ্যে আমরা যারা আন্দোলন করছি… যুগপৎ আন্দোলন, তারা একসঙ্গে নির্বাচন এবং একসাথে আগামতে জাতীয় সরকার করব।

রাশেদ খাঁন পদত্যাগ করে বিএনপিতে গেলেও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর নিজ দলের প্রতীক ট্রাক মার্কাতেই নির্বাচন করবেন।

নুরুল হক নুর বলেন, যেহেতু আন্দোলনটি কার্যত বিএনপির নেতৃত্বেই হয়েছে, বিএনপির সামগ্রিক সমন্বয়ের মাধ্যমেই হয়েছে, সেই ক্ষেত্রে… বিএনপিই নেতৃত্ব দিয়েছে। বর্তমান আরপিওর বিধান অনুযায়ী, জোট করলেও ভোট করতে হবে নিজের মার্কায়— এ রকম একটি বিধান আছে। তো স্বাভাবিকভাবেই সব এলাকায় হয়তো সব মার্কা নিয়ে সবাই জয়লাভ করতে পারবে না। যে কারণে আমাদের যুগপৎ আন্দোলনের শরীকদের অনেকেই নির্বাচনে জেতার কৌশল হিসেবে তারা বিএনপির প্রাথমিক সদস্যপদ নিয়ে ধানের শীষে নির্বাচন করছে।

তিনি আরও বলেন, আমরা যেহেতু একসাথে সরকারও করব, আন্দোলন করেছি, আন্দোলন-পরবর্তী, গণঅভ্যুত্থানের পরবর্তী গত দেড় বছরে আমরা নিজেরা আলাপ-আলোচনা, সমন্বয়ের মাধ্যমে একই স্ট্যান্ডে কাজ করেছি। সে ক্ষেত্রে আমরা আমাদের সাধারণ সম্পাদক রাশেদ খাঁনকে ঝিনাইদহ-৪ থেকে নির্বাচন করার সুযোগ দিয়েছি। সেখানে নির্বাচনে জয়লাভের কৌশল হিসেবে আমরা তাকে দল থেকে অনুমতি দিয়েছি ধানের শীষে নির্বাচন করার জন্য। সে কারণে সে গণঅধিকার পরিষদের পদ থেকে পদত্যাগ করবে এবং আমরা খুব শিগগিরই একজনকে ভারপ্রাপ্ত দায়িত্ব দেব।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
মারা গেলেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ
২৭ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:৫২:২৯



সংবাদ ছবি
টস জিতে রাজশাহীর বিপক্ষে ফিল্ডিংয়ে ঢাকা
২৭ ডিসেম্বর ২০২৫ দুপুর ০১:১৪:৫২



সংবাদ ছবি
আরও ১৫ লাখ কর্মী নেবে সৌদি আরব ও আমিরাত
২৭ ডিসেম্বর ২০২৫ দুপুর ১২:৩১:২৯




Follow Us