শাহরাস্তি (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুরের শাহরাস্তিতে দুই শিক্ষার্থীকে যৌন হয়রানির অভিযোগে এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে পুলিশ।

৭ ডিসেম্বর রোববার দুপুরে অভিযুক্ত শিক্ষককে আদালতে সোপর্দ করা হয়েছে।


ভুক্তভোগী পরিবার ও শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা যায়, ৪ ডিসেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসার ৭ম শ্রেণির দুই ছাত্রীকে উক্ত মাদ্রাসার ইংরেজি শিক্ষক আব্দুল মালেক কুপ্রস্তাব প্রদানসহ ভিকটিমদ্বয়ের স্পর্শকাতর স্থানে হাত দেন। এতে এক শিক্ষার্থী চিৎকার করার চেষ্টা করলে শিক্ষক আব্দুল মালেক তাকে শ্রেণি কক্ষের বেঞ্চিতে শুইয়ে ধর্ষণের চেষ্টা করেন।
এক পর্যায়ে মাদ্রাসার অধ্যক্ষের কাছে গিয়ে বিষয়টি জানালে তিনি ভুক্তভোগী শিক্ষার্থীকে ধমক দেন। এসময় কোনো ধরনের প্রতিকার না পেয়ে ভুক্তভোগী শিক্ষার্থীর অভিভাবক শাহরাস্তি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। পরে ৬ ডিসেম্বর শনিবার রাতে পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করে।
এ ঘটনায় মাদ্রাসার অভিভাবক সদস্য ইব্রাহিম খলিল মঞ্জু বলেন, আমি বিষয়টি ভুক্তভোগী ছাত্রী ও তার পরিবারের কাছ থেকে জেনেছি। এ বিষয়ে অধ্যক্ষ একরামুল হক মজুমদার বিষয়টি সমাধানে চেষ্টা করলে এতো দূর যেতো না, এখানে অধ্যক্ষের গাফিলতি রয়েছে।
এ বিষয়ে চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষের কাছে জানতে চাইলে তিনি বলেন, আপনি বিষয়টি কোর্ট থেকে জানেন, আমি বক্তব্য দিতে পারবো না।
শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, ঘটনার সত্যতা পাওয়া গেছে। এ বিষয়ে অভিযুক্ত শিক্ষককে আটক করে রোববার সকালে আদালতে প্রেরণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available