• ঢাকা
  • |
  • সোমবার ১৭ই অগ্রহায়ণ ১৪৩২ সকাল ১১:৩০:৪০ (01-Dec-2025)
  • - ৩৩° সে:

এক ভুয়া এসআইকে আটক করেছে রেলওয়ে পুলিশ

১ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:২৩:১১

সংবাদ ছবি

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি: খুলনার ডুমুরিয়ায় পুলিশের এক ভুয়া সাব-ইন্সপেক্টর পরিচয়দানকারী আলামিন সরদারকে (২৬) আটক করেছে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ।

Ad

২৯ নভেম্বর শনিবার সকাল থেকে ৩০ নভেম্বর রোববার দুপুর পর্যন্ত পরিচালিত অভিযানে তাকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। আটক আলামিন সরদার খুলনার ডুমুরিয়া উপজেলার ২নং রঘুনাথপুর ইউনিয়নের কোমরাইল গ্রামের মো. ইজাহার সরদারের পুত্র।

Ad
Ad

পুলিশ জানায়, ২৯ নভেম্বর শনিবার সকাল ১১টা ৪৫ মিনিটে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের ২ নম্বর প্লাটফর্মের ওভার ব্রিজের নিচে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে মো. আলামিন সরদার নামের এক যুবককে জিজ্ঞাসাবাদ করেন থানার এএসআই মো. আতিকুর রহমান চৌধুরী। জিজ্ঞাসাবাদে আলামিন নিজেকে যশোর জেলার ঝিকরগাছা থানায় কর্মরত পুলিশের সাব-ইন্সপেক্টর হিসেবে পরিচয় দেন।

তার কথাবার্তা সন্দেহজনক মনে হলে বিপি নম্বর ও অফিসিয়াল পরিচয় পত্র চাইলে সে সঠিক তথ্য দিতে ব্যর্থ হয়। এক পর্যায়ে মোবাইলে ধারণ করা তার ছবি ঝিকরগাছা থানা পুলিশকে পাঠিয়ে যাচাই করলে জানা যায়, সে কখনোই বাংলাদেশ পুলিশ বাহিনীতে চাকরিরত ছিল না।

পরে আসামির কাছ থেকে সাদা কাগজে তৈরি পুলিশের জাল পরিচয়পত্র, পুলিশ ইউনিফর্ম, পুলিশের বেল্ট, একটি মোবাইল ফোন ও একটি কালো ব্যাগসহ মোট ছয়টি আলামত জব্দ করা হয়।

ঘটনার পর তাকে আটক করে ৩০ নভেম্বর রোববার দুপুরে থানায় আনা হয়। এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করা হয়।

এ বিষয়ে ঈশ্বরদী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, ভুয়া পরিচয়ে পুলিশ সদস্য সেজে সাধারণ মানুষের সাথে প্রতারণার উদ্দেশ্যে আসামি অবস্থান করছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তাকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সংবাদ ছবি
এক ভুয়া এসআইকে আটক করেছে রেলওয়ে পুলিশ
১ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:২৩:১১




Follow Us