• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই আশ্বিন ১৪৩২ দুপুর ১২:৫০:৪৮ (01-Oct-2025)
  • - ৩৩° সে:

হামলা করে র‌্যাবের কাছ থেকে ডাকাত সর্দারকে ছিনিয়ে নিল সন্ত্রাসীরা

১ অক্টোবর ২০২৫ সকাল ১০:১২:২২

সংবাদ ছবি

সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ডাকাত সর্দার সাহেব আলীকে (৩৮) আটক করেও রাখতে পারেননি র‌্যাব সদস্যরা। সাহেব আলীর সহযোগীরা র‌্যাব সদস্যদের উপর হামলা করে তাকে ছিনিয়ে নেয়। এসয় সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন র‌্যাবের ৩ সদস্যসহ ৪ জন।

৩০ সেপ্টেম্বর মঙ্গলবার রাত সাড়ে ৮টায় সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের আটি ওয়াপদা কলোনির বউ বাজার এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন প্রত্যক্ষদর্শী ও র‌্যাব-১১ এর কমান্ডার মো. নাঈম উল হক।

Ad
Ad

ডাকাত সর্দার সাহেব আলী ওয়াপদা কলোনি বউবাজার এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। সাহেব আলীর বিরুদ্ধে হত্যা, ডাকাতিসহ ডজন খানেক মামলা রয়েছে।

Ad

জানা গেছে, মঙ্গলবার রাত আটটার দিকে ১ জন সহযোগীসহ ডাকাত সর্দার সাহেব আলীকে আটক করে সাদা পোশকদারী র‌্যাবের একটি আভিযানিক দল। এসময় ২ জন র‌্যাব সদস্যের পাহারায় তাদেরকে ওয়াপদা কলোনি বউবাজার তিন রাস্তার মোড়ে একটি চা দোকানে রেখে তার অন্য সহযোগীদের আটক করতে অভিযানে যান র‌্যাবের সদস্যরা। তখন সাহেব আলীর সহযোগী সন্ত্রাসীরা র‌্যাব সদস্যদের উপর হঠাৎ হামলা চালিয়ে তাদের ছিনিয়ে নেয়। সন্ত্রাসীদের ছোড়া ইটপাটকেলের আঘাতে ১ জন গুরুতরসহ র‌্যাবের ৩ সদস্য ও রানা নামে স্থানীয় একজন বাসিন্দা আহত হন।

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা ফয়েজ আহমেদ বলেন, আমি এসে দেখি সন্ত্রাসী সাহেব আলী ও তার এক সহযোগীকে আটক করে দুজন র‌্যাব সদস্য শীতলের চা দোকানে বসে আছেন। এসময় ৮-১০ জনের একটি বাহিনী এসে চায়ের দোকানে ইটপাটকেল নিক্ষেপ করে র‌্যাব সদস্যদের উপর আক্রমণ করে তাদের ছিনেয় নেয়।

আরেকজন প্রত্যক্ষদর্শী আলাউদ্দিন বলেন, আমি এসে দেখি, একজন র‌্যাব সদস্য রক্তাক্ত অবস্থায় বিসমিল্লাহ ফার্মেসীতে চিকিৎসা নিচ্ছেন।

বিসমিল্লাহ ফার্মেসীতে কর্মরত শাহাদাত হোসেন বলেন, প্রশাসনের চার লোক দোকানে এসেছিল চিকিৎসার জন্য। তাদের মধ্যে একজনের মাথায় ও দুজনের হাতে আঘাত প্রাপ্ত ছিল। প্রাথমিকভাবে রক্তক্ষরণ বন্ধ করে দেওয়ার পর র‌্যাবের লোকজন এসে আহতদের নিয়ে যান।

জানতে চাইলে র‌্যাবের সিপিএসসি কমান্ডার মো. নাঈম উল হক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমাদের গোয়েন্দা সদস্যরা সাহেব আলীর অবস্থান নিশ্চিত হয়ে বউবাজার এলাকায় যায়। এসময় একদল সন্ত্রাসী বাহিনী তাদেরকে আক্রমণ করে। তবে সাহেব আলীকে আটক ও ছিনিয়ে নেওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করেননি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল
১ অক্টোবর ২০২৫ দুপুর ১২:০৪:৫২






সংবাদ ছবি
রাঙ্গুনিয়ায় অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই
১ অক্টোবর ২০২৫ সকাল ০৯:৪৮:৩৪



Follow Us