• ঢাকা
  • |
  • সোমবার ১৪ই আশ্বিন ১৪৩২ সকাল ০৮:২৯:৩২ (29-Sep-2025)
  • - ৩৩° সে:

হবিগঞ্জ পাসপোর্ট অফিসে যৌথবাহিনীর অভিযান, নারীসহ আটক ৩

২৫ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৯:৩৮:৪২

সংবাদ ছবি

হবিগঞ্জ প্রতিনিধি: হবিগঞ্জ পাসপোর্ট অফিসে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে ডাটা এন্ট্রি অপারেটরসহ তিন জনকে আটক করেছে যৌথবাহিনী। পরে তাদের হবিগঞ্জ সদর থানায় সোপর্দ করা হয়।

২৪ সেপ্টেম্বর বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পাসপোর্ট অফিস ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম শাহাবুদ্দিন শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

Ad
Ad

আটকরা হলেন- পাসপোর্ট অফিসের ডাটা এন্ট্রি অপারেটর লতিফা বেগম, নিরাপত্তা প্রহরী উসমান গনি এবং ঝাড়ুদার উমেশ পাল।

Ad

এদিন দুপুরে ও বিকেলে হবিগঞ্জ যৌথবাহিনী অভিযানে প্রথমে অফিস-সংলগ্ন বিভিন্ন ট্রাভেলস অফিস থেকে কয়েকজন দালালকে আটক করা হয়। পরে তাদের জিজ্ঞাসাবাদে পাসপোর্ট অফিসের ভেতরে কারা জড়িত সে বিষয়ে তথ্য পাওয়া যায়। তাদের দেয়া তথ্যের ভিত্তিতে সন্ধ্যায় আবারো অভিযান চালিয়ে অফিসের নারী কর্মীসহ তিন জনকে আটক করা হয়।

অভিযোগ রয়েছে, হবিগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিসে দীর্ঘদিন ধরে দালাল চক্রের দৌরাত্ম্যে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। ঘুষ, হয়রানি আর দালালদের দাপটে সেবাগ্রহীতারা ন্যায্য সেবা থেকে বঞ্চিত হচ্ছেন।

স্থানীয়রা অভিযোগ করেন, পাসপোর্ট অফিসে সাধারণ সেবা নিতে গেলে তাদের দালালদের মাধ্যমে যেতে বাধ্য করা হয়। সরাসরি অফিসে গেলে নানা অযুহাতে হয়রানি, সময়ক্ষেপণ আর অতিরিক্ত টাকার চাপ সৃষ্টি করা হয়। ফলে সাধারণ মানুষকে অতিরিক্ত অর্থ দিয়ে দালালদের দ্বারস্থ হতে হয়।

এ ব্যাপারে অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, দীর্ঘদিনের বিভিন্ন অভিযোগের ভিত্তিতে বুধবার অভিযান পরিচালনা করা হয়। আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



সংবাদ ছবি
খাগড়াছড়িতে সহিংসতার ঘটনায় সেনাবাহিনীর বিবৃতি
২৯ সেপ্টেম্বর ২০২৫ সকাল ০৭:৪৯:৫১


সংবাদ ছবি
ফাইনালে টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান
২৮ সেপ্টেম্বর ২০২৫ রাত ০৮:২৬:২৪



সংবাদ ছবি
হাজি সেলিমের বাড়িতে অভিযান, মিলল বিলাসবহুল ৬ গাড়ি
২৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:১৭:১৮


সংবাদ ছবি
হজের তিন প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ৪ লাখ ৬৭ হাজার
২৮ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১১:৩৫


Follow Us