• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৩ই ভাদ্র ১৪৩২ সকাল ০৯:০৫:৩৮ (28-Aug-2025)
  • - ৩৩° সে:

অপরাধ

রাজধানী ডেমরায় বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে ‘নেক্সান ড্রিম’ প্লাটফর্মের উদ্বোধ

২৭ আগস্ট ২০২৫ বিকাল ০৪:০১:০৪

সংবাদ ছবি

স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: রাজধানীর ডেমরা থানার স্টাফ কোয়ার্টার এ হাজী গফুর মার্কেটের তৃতীয় তলায় বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে উদ্বোধন করা হয়েছে প্রযুক্তিনির্ভর ডিজিটাল প্লাটফর্ম ‘নেক্সান ড্রিম’-এর নতুন অফিস।

২৬ আগস্ট মঙ্গলবার এ নতুন অফিসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। এতে স্থানীয় ও বিভিন্ন জেলার নেতৃত্বস্থানীয় ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এ উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ডেমরা এলাকার ফরচুন টিমের পরিচালক  মো. মকিম উদ্দিন। অনুষ্ঠানে অতিথি হিসেবে  উপস্থিত ছিলেন কুড়িগ্রাম অঞ্চল ব্যবস্থাপক আব্দুল্লাহ আল মামুন।

এছাড়া ডেমরা অঞ্চল সুপারভাইজার ইন্দ্রজিৎ সূত্রধর, সিলেট অঞ্চলের ব্যবস্থাপক মো. সুমন, ডেমরা অঞ্চলের ব্যবস্থাপক নাজমুল মৃধা, মো. আবু বক্কর প্রমুখ।

মো. সুমন বলেন, নেক্সন একটি মাল্টিন্যাশনাল কোম্পানি যা অ্যাপস ডাউনলোড ও বিজ্ঞাপন শেয়ার ভিত্তিক অনলাইন প্লাটফর্ম। যে প্লাটফর্মে কাজ করে বেকারত্ব দূর হবে।

সুপারভাইজার ইন্দ্রজিৎ সূত্রধর বলেন, ‘নেক্সান ড্রিম’ দেশের বেকার যুবসমাজের মাঝে কর্মসংস্থানের নতুন সম্ভাবনা সৃষ্টি করছে। ডিজিটাল এ প্লাটফর্মটি আর্থিক স্বাবলম্ভিতা অর্জনের জন্য কার্যকরী উদ্যোগ হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে বিভিন্ন বক্তা জানান, লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান ‘নেক্সান ড্রিম’ মূলত প্রমোশনাল মার্কেটিং ও রেফারেল ভিত্তিক একটি ডিজিটাল প্লাটফর্ম। ব্যবহারকারীরা অ্যাপ ডাউনলোড, বিভিন্ন প্রমোশনাল কার্যক্রমে অংশগ্রহণ এবং অন্যদের যুক্ত করার মাধ্যমে আয় করতে পারেন।

উদ্যোক্তারা আশা প্রকাশ করেন, এ উদ্যোগের মাধ্যমে বেকার যুবসমাজের কর্মসংস্থান নিশ্চিত হবে এবং প্রযুক্তি-নির্ভর অর্থনৈতিক অগ্রগতি ত্বরান্বিত হবে।

অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আসা উদ্যোক্তাদের সনদ বিতরণ করা হয় ও দোয়া মাহফিলের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি  হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






সংবাদ ছবি
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
২৭ আগস্ট ২০২৫ রাত ০৮:৪২:১১


সংবাদ ছবি
বরকে পাশের ঘরে রেখে নববধূর আত্মহত্যা
২৭ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৭:২৮:৪৪