• ঢাকা
  • |
  • রবিবার ২৭শে পৌষ ১৪৩২ ভোর ০৫:৫১:৫৮ (11-Jan-2026)
  • - ৩৩° সে:

ভারতের ভিসা না পেয়ে আইসিসির দ্বারস্থ পাঁচ দেশ

১০ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:০৭:৪৫

ভারতের ভিসা না পেয়ে আইসিসির দ্বারস্থ পাঁচ দেশ

স্পোর্টস ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ। লাল-সবুজের প্রতিনিধিদের মতে, নিরাপত্তা ইস্যুতে শ্রীলঙ্কায় খেলাই তাদের জন্য বেশি গ্রহণযোগ্য। ক্রিকেটারদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বিষয়ে অনড় অবস্থান নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশের এই অবস্থানের কারণে আইসিসি ইতোমধ্যেই কিছুটা চাপের মুখে পড়েছে। এর মধ্যেই বিশ্বকাপ আয়োজন ঘিরে আরও একটি জটিলতায় পড়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

Ad

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও স্পোর্টসের প্রতিবেদনে বলা হয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে যাওয়া পাঁচটি দেশের পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটাররা ভারতের ভিসা পাচ্ছেন না। এসব দেশ হলো যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ওমান ও সংযুক্ত আরব আমিরাত। ভিসা জটিলতার অভিযোগ তুলে এই পাঁচ দেশের ক্রিকেট বোর্ড আইসিসির কাছে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে। এতদিন এমন সমস্যায় মূলত পাকিস্তানের ক্রিকেটারদেরই পড়তে হতো, তবে এবার সেই ভোগান্তির শিকার হচ্ছে অন্য দেশের খেলোয়াড়রাও।

Ad
Ad

প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে এসে বড় বিপাকে পড়েছে ইউরোপের দেশ ইতালি। ফুটবলপ্রধান এই দেশটিতে ক্রিকেট খেলেন বিভিন্ন দেশের অভিবাসীরা, যাদের একটি বড় অংশ পাকিস্তানি বংশোদ্ভূত। এসব ক্রিকেটারকে ভিসা না দিয়ে নতুন করে জটিলতা তৈরি করেছে ভারত।

ইতালির পাশাপাশি যুক্তরাষ্ট্র, কানাডা, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দলে খেলা পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটাররাও একই সমস্যার মুখে পড়েছেন। ভারতের কঠোর ভিসা নীতির কারণে তাদের ভিসা আবেদন এখনো অনুমোদন পায়নি। বিশ্বকাপ শুরুর আর মাত্র এক মাস বাকি থাকলেও এ বিষয়ে এখন পর্যন্ত কোনো ইতিবাচক ইঙ্গিত দেয়নি ভারত।

ভিসা প্রক্রিয়া সহজ করার দাবিতে পাঁচ দেশের ক্রিকেট বোর্ড আইসিসির কাছে চিঠি পাঠিয়েছে, যার অনুলিপি ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের (বিসিসিআই) কাছেও পৌঁছেছে। তবে একাধিক কার্যদিবস পেরিয়ে গেলেও এখনো বিসিসিআই কোনো জবাব দেয়নি। একই সঙ্গে এ বিষয়ে নীরব ভূমিকা পালন করছে আইসিসিও।

ভিসা দিতে ভারত গড়িমসি করায় সম্মিলিতভাবে ফের আইসিসি ও বিসিসিআইয়ের কাছে চিঠি পাঠাতে যাচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ওমান ও সংযুক্ত আরব আমিরাতের ক্রিকেট বোর্ড।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us