জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) নির্বাচনে অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) মেশিনে ত্রুটির কারণে ভোট গণনা স্থগিত করা হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ভোট গণনা স্থগিত রয়েছে।

এ বিষয়ে নির্বাচন কমিশনার অধ্যাপক আনিসুর রহমান বলেন, যান্ত্রিক ত্রুটির কারণে ভোট গণনা স্থগিত রেখে ভিপি ও জিএস প্রার্থীদের সাথে নির্বাচন কমিশন (ইসি) ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসির একটি বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। বৈঠক শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে।


৬ জানুয়ারি মঙ্গলবার সকাল ৯টায় শুরু হওয়া ভোটাভুটি বিকেল ৩টায় শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয় ৪টার পর। শেষ সময়ে লাইনে যারা দাঁড়িয়েছিলেন, সেসব শিক্ষার্থীরা ভোট দেয়ার সুযোগ পান।
ভোটগ্রহণ শেষে সব ব্যালট বাক্স নিয়ে আসা হয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে। ভোট গণনার প্রস্তুতি নিতেই চলে যায় আড়াই ঘণ্টা। সন্ধ্যা সাড়ে ৬টায় ছয়টি অপটিকাল মার্ক রিকগনিশন (ওএমআর) মেশিনে সেখানে কেন্দ্রীয় সংসদের ভোট গণনা শুরু হয়। তবে কিছুক্ষণ পরই নিয়ন্ত্রণ কক্ষের অব্যবস্থাপনায় বন্ধ রাখা হয় গণনার কাজ। তবে আড়াই ঘণ্টার ব্যর্থ চেষ্টার পর ভোট গণনা শুরু হলেও তিন ঘণ্টায় শেষ করা যায়নি একটি বিভাগের ভোট গণনাও।
এর আগে, সকালে কঠোর নজরদারির মধ্যে দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করেন শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বেলা গড়ানোর সাথে সাথে বাড়ে ভোটার উপস্থিতি। প্রথমবার ভোট দিতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষার্থীরা। সার্বিক নিরাপত্তায় সন্তোষ প্রকাশ করেন তারা।
বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় সংসদের ২১টি পদে ১৫৭ জন; একমাত্র ছাত্রী হলের সংসদের ১৩টি পদে ৩৩ জনসহ মোট ৩৪টি পদের বিপরীতে ১৯০ জন লড়ছেন। নির্বাচনে মোট ভোটার ১৬ হাজার ৬৬৫ জন। মোট চারটি প্যানেলে প্রার্থীরা অংশ নিচ্ছেন।
এছাড়া, স্বতন্ত্রভাবেও নির্বাচনে বেশ কয়েকজন প্রার্থী অংশ নিয়েছেন। নির্বাচনে ভিপি পদে লড়ছেন ১২ জন, জিএস পদে ৯ জন এবং এজিএস পদে লড়ছেন ৮ জন প্রার্থী।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ২১ বছর পর প্রথমবারের মতো অনুষ্ঠিত জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে প্রায় ৬৬ শতাংশ এবং হল সংসদে ৭৭ শতাংশ ভোট পড়েছে বলে জানায় নির্বাচন কমিশন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available