• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১১ই পৌষ ১৪৩২ সকাল ১১:৫৩:৫২ (25-Dec-2025)
  • - ৩৩° সে:

গুচ্ছ ভর্তি পরীক্ষা আবেদনের সময়সীমা ৩০ ডিসেম্বর পর্যন্ত বাড়ল

২৫ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:১৫:৫৯

সংবাদ ছবি

ইবি প্রতিনিধি: ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা ৩০ ডিসেম্বর, ২০২৫  রাত ১২টা পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

Ad

২৪ ডিসেম্বর বুধবার গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ভর্তি পরীক্ষার কোর কমিটি (২০২৫-২০২৬) এর আহ্বায়ক ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আহ্বায়ক অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ এবং সচিব ও ইবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

Ad
Ad

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২৬ শিক্ষাবর্ষের GST গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় আবেদনের সময়সূচী অনুযায়ী ২৪ ডিসেম্বর, ২০২৫ রাত ১২টার সময় শেষ হবে। গত ২৩ ডিসেম্বর, ২০২৫ রাত ৮টার সময় GST গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষার কোর কমিটি (উপাচার্যবৃন্দের সমন্বয়ে গঠিত কমিটি) ২০২৫-২৬ এর ৪র্থ সভা অনলাইনে (জুম মিটিং) অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সর্বসম্মতভাবে GST গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষা ২০২৫-২৬ এর আবেদনের সময়সূচী আগামী ৩০ ডিসেম্বর, ২০২৫ রাত ১২টা পর্যন্ত বর্ধিত করা হয়।

উল্লেখ্য, এবছর গুচ্ছভুক্ত সমন্বিত ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছে দেশের ১৯টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। এগুলো হলো ইসলামী বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, গাজীপুরের ইউনির্ভাসিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, নেত্রকোনা বিশ্ববিদ্যালয়, জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

এবারও গুচ্ছের বাইরেই থাকছে পাঁচটি বিশ্ববিদ্যালয়। আগের মতোই এ প্রক্রিয়া থেকে বেরিয়ে নিজস্ব প্রক্রিয়ায় ভর্তি পরীক্ষা নেবে এসব বিশ্ববিদ্যালয়। বেরিয়ে যাওয়া পাঁচ বিশ্ববিদ্যালয় হলো— জগন্নাথ বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয় ও খুলনা বিশ্ববিদ্যালয়। গুচ্ছ প্রক্রিয়ায় যুক্ত হওয়া নিয়ে তাদের সঙ্গে ১৯টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও ইউজিসির সঙ্গে বৈঠক হলেও তারা রাজি হয়নি। ফলে ১৯ বিশ্ববিদ্যালয় নিয়েই এবার গুচ্ছ ভর্তি পরীক্ষা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
প্রথম সমাবর্তনকে ঘিরে বুটেক্সে উৎসবের আমেজ
২৫ ডিসেম্বর ২০২৫ সকাল ১১:৩৫:০৮








সংবাদ ছবি
রাজধানীর মোহাম্মদপুরে আবাসিক ভবনে আগুন
২৫ ডিসেম্বর ২০২৫ সকাল ১০:০১:৪১


Follow Us