নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২০২৬ শিক্ষাবর্ষের স্নাতক পর্যায়ের ভর্তি কার্যক্রম আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ভর্তি পরীক্ষার মধ্য দিয়ে এই বছরের ভর্তিযুদ্ধের সূচনা হবে।

২৮ নভেম্বর শুক্রবার সকাল ১০টা থেকে শুরু হয়ে চলবে দুপুর ১২টা পর্যন্ত। পরীক্ষার্থীদের প্রবেশপত্র আগে থেকেই প্রকাশ করা হয়েছে। ভর্তি বিষয়ক ওয়েবসাইটে প্রকাশিত তথ্য অনুযায়ী, এবার আইবিএ ইউনিটে মাত্র ১২০টি আসনের বিপরীতে আবেদন পড়েছে ১১ হাজারের বেশি, যা প্রতিযোগিতাকে আরও তীব্র করেছে।


আগামীকাল শনিবার (২৯ নভেম্বর) চারুকলা ইউনিটের (সাধারণ জ্ঞান ও অঙ্কন পরীক্ষা) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এরপর ৬ ডিসেম্বর নেওয়া হবে ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা হবে ১৩ ডিসেম্বর এবং বিজ্ঞান ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২০ ডিসেম্বর।
এই বছরের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল ২৯ অক্টোবর ২০২৫ থেকে, যা শেষ হয়েছে ১৯ নভেম্বর রাত ১১টা ৫৯ মিনিটে। পাঁচটি ইউনিটে মোট ৬ হাজার ১২৫টি আসনের জন্য আবেদন গ্রহণ করা হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available