• ঢাকা
  • |
  • শনিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩২ সকাল ০৯:১৮:১১ (22-Nov-2025)
  • - ৩৩° সে:

ভূমিকম্পে জাবির চার আবাসিক হলে ফাটল

২২ নভেম্বর ২০২৫ সকাল ০৯:০৫:১১

সংবাদ ছবি

ক্যাম্পাস প্রতিনিধি: ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় অনুভূত ভূমিকম্পে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) নতুন চারটি হলে ফাটল দেখা দিয়েছে।

Ad

২১ নভেম্বর শুক্রবার সকাল ১০টা ৩৮ মিনিটে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে অনুভূত হওয়া ভূমিকম্পে বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হল, শহীদ তাজউদ্দীন আহমদ হল ও ছাত্রীদের ফজিলতুন্নেসা হল এবং ১০ নং ছাত্র হলের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে।

Ad
Ad

হলগুলোর আবাসিক শিক্ষার্থীর জানায়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের ৭ তলার সি-ব্লকের ফ্লোরে এবং ৬ তলার বি-ব্লকের ওয়াশরুমের দেওয়ালে ফাটল দেখা দিয়েছে। ফাটল ধরেছে শহীদ তাজউদ্দীন আহমদ হলের ৯ তলার বি-ব্লকের ফ্লোরে। ফজিলতুন্নেসা হলেও ফাটল দেখা দিয়েছে।

এছাড়া ১০ নং ছাত্রহলের (সাবেক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল) দুই ভবনের সংযোগ স্থলে ভূমিকম্পের কারণে ফাঁকা হয়ে গেছে।

বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের এক শিক্ষার্থী  বলেন, আজকের ভয়াবহ ভূমিকম্পে জাবির তাজউদ্দীন হল ও কাজী নজরুল হলের বিভিন্ন স্থানে ফাটল দেখা গেছে। আশ্চর্যের বিষয়, দীর্ঘদিন আগে নির্মিত পুরনো হলগুলোতে আজকের ভূমিকম্পে এখনো পর্যন্ত উল্লেখযোগ্য তেমন কোনও ফাটল পাওয়া যায়নি।

শিক্ষার্থীরা জানান, তিন বছর আগে নির্মিত নতুন হলগুলোতে শুরু থেকেই নিম্নমানের কাজের অভিযোগ ছিল। এ পরিস্থিতিতে তারা জীবননিরাপত্তা নিয়ে গভীর শঙ্কায় আছেন। শিক্ষার্থীদের দাবি অবিলম্বে পূর্ণাঙ্গ তদন্ত, দায়ীদের শনাক্ত করে ব্যবস্থা গ্রহণ, সব আবাসিক ভবনের গাঠনিক শক্তি পুনর্মূল্যায়ন এবং শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া।

বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক কামরুল আহসান বলেন, আমাদের নতুন হলগুলো বিগত প্রশাসনের সময়ে তৈরী করা হয়েছে। এই ভবনগুলো নির্মাণে যে দুর্নীতি অনিয়ম হয়েছে সেটি দৃশ্যমান। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রাথমিকভাবে ক্ষয়ক্ষতি পর্যবেক্ষণ করছে। নিরাপত্তার স্বার্থে প্রকৌশল বিভাগকে জরুরি তদারকির নির্দেশ দেওয়া হয়েছে। বিশেষজ্ঞ দল ফাটলের প্রকৃতি পরীক্ষা করার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ নিহত ৫
২২ নভেম্বর ২০২৫ সকাল ০৯:১০:৫৩

সংবাদ ছবি
ভূমিকম্পে জাবির চার আবাসিক হলে ফাটল
২২ নভেম্বর ২০২৫ সকাল ০৯:০৫:১১



সংবাদ ছবি
ভূমিকম্পে মেট্রোরেলের ৬ স্টেশনে ফাটল
২২ নভেম্বর ২০২৫ সকাল ০৮:৪৯:৫৫



সংবাদ ছবি
আজ ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
২২ নভেম্বর ২০২৫ সকাল ০৮:৩৩:০৮



Follow Us