ইবি প্রতিনিধি: কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়ে বিশ্ব আলোকচিত্র দিবস-২০২৫ পালন করেছে বিশ্ববিদ্যালয়ের ফটোগ্রফিক সোসাইটি।
১৯ আগস্ট মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের ডায়না চত্বরে কেক কেটে এ দিবস পালন করে তারা।
এসময় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং ফোটোগ্রাফিক সোসাইটির নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বলেন, ‘ফটোগ্রাফি আমাদের জীবনের একটি অংশ। আমরা দৈনন্দিন জীবনে যা যা করি, এগুলো যদি সংরক্ষিত না থাকে তাহলে আমরা তা ভুলে যাই। ইসলামি বিশ্ববিদ্যালয় ফটোগ্রাফি সোসাইটি বিশ্ববিদ্যালয়ের স্মৃতি সংরক্ষণ করছে। আশা করছি, ক্যাম্পাসে ফটোগ্রাফিক সোসাইটির কর্মতৎপরতা আরও বৃদ্ধি পাবে। আমি তাদের সাফল্য কামনা করছি।’
অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘ছবি শুধু মুহূর্তকে ধরে রাখে না, এটা আমাদের ইতিহাস ঐতিহ্য সংস্কৃতিকে ধারণ করে। ফটোগ্রাফি একটি শক্তিশালী মাধ্যম, এর মাধ্যমে আমরা নিজেদেরকে পৃথিবীর সামনে তুলে ধরতে পারি এবং অন্যের সভ্যতা সংস্কৃতি সম্পর্কে জানতে পারি। তাই আমাদের সকলের উচিত ছবি তোলাকে উৎসাহিত করা।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available