কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমি প্রাঙ্গণে অবস্থিত ভাষা শহীদ আব্দুল জব্বার আনসার ভিডিপি স্কুল অ্যান্ড কলেজের ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
১৯ আগস্ট মঙ্গলবার সকাল ১১টায় একাডেমির শহীদ এলাহী মিলনায়তনে এ বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানটি দুটি পর্বে অনুষ্ঠিত হয়। প্রথম পর্বে আলোচনা সভা ও সংবর্ধনা, আর দ্বিতীয় পর্বে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপস্থাপন করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ও বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল ফিদা মাহমুদ। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও ভিডিপি একাডেমির উপমহাপরিচালক মোহাম্মদ নুরুল আবছার।
এ বছর বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা থেকে মোট ২৭৫ জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২৬০ জন উত্তীর্ণ হয় এবং ৯৪ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করে।
প্রধান অতিথি তাঁর বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, ‘আজ যারা কৃতিত্বের স্বাক্ষর রেখেছ, মনে রেখ, তোমরাই আগামী দিনের ভবিষ্যৎ। তোমাদের এই সাফল্যের ধারা অব্যাহত থাকুক, যেন ভবিষ্যতেও আমরা এমন অনুষ্ঠানের আয়োজন করতে পারি।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available