• ঢাকা
  • |
  • বুধবার ৫ই ভাদ্র ১৪৩২ দুপুর ১২:৫৬:৫৪ (20-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

কুমিল্লায় সাংবাদিকদের ওপর হামলা মামলার প্রধান আসামি গ্রেফতার

২০ আগস্ট ২০২৫ সকাল ০৯:৫৪:২২

সংবাদ ছবি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা মুরাদনগরে সংবাদ সংগ্রহকালে সাংবাদিকদের উপর হামলা মামলার প্রধান আসামি শুক্কুর আলীকে (৩৫) গ্রেফতার করেছে র‌্যাব।

১৮ আগস্ট সোমবার র‌্যাবের যৌথ অভিযানে চট্টগ্রামের বাকলিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শুক্কুর আলী মুরাদনগর উপজেলার রহিমপুর গ্রামের মজিদ মিয়ার ছেলে।

গ্রেফতারের পর শুক্কর আলীকে সোমবার রাতে চট্টগ্রাম থেকে কুমিল্লা নিয়ে আসে র‌্যাব। মঙ্গলবার সকালে তাকে মুরাদনগর থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেন মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুর রহমান।

মামলার এজহার সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই মুরাদনগরে উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়ার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ছাত্র জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল করা হয়। এ সময় মিছিলে অতর্কিত হামলা করে দুষ্কৃতকারীরা। হামলায় ৭ জন সাংবাদিক আহত হয়।

এ ঘটনায় দৈনিক খোলা কাগজের কুমিল্লা প্রতিনিধি শাহ ইমরান বাদি হয়ে ৪জনকে জ্ঞাত ও ১০/১২ জনকে অজ্ঞাত করে মুরাদনগর থানায় মামলা দায়ের করে।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানায়, সাংবাদিকদের উপর হামলা মামলার আসামী শুক্কুরকে চট্টগ্রাম থেকে র‌্যাব গ্রেফতার করে। প্রয়োজনীয় ব্যবস্থা শেষে রিমান্ড আবেদন করে তাকে আদালতে প্রেরণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ