• ঢাকা
  • |
  • বুধবার ২৯শে শ্রাবণ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৩:৫২ (13-Aug-2025)
  • - ৩৩° সে:
সংবাদ ছবি

পাকিস্তানকে ২০২ রানের ব্যবধানে হারিয়ে সিরিজ জয় উইন্ডিজের

স্পোর্টস ডেস্ক: সিরিজের তৃতীয় ওয়ানডেতে পাকিস্তানকে ২০২ রানের বিশাল ব্যবধানে হারিয়ে তিন ম্যাচের সিরিজ ২-১ এ জিতে নিলো ওয়েস্ট ইন্ডিজ। এর মধ্যে দিয়ে প্রায় ৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতলো ক্যারিবীয়রা।১২ আগস্ট মঙ্গলবার ত্রিনিদাদে টস হেরে ব্যাটিংয়ে নেমে শাই হোপের সেঞ্চুরিতে ২৯৪ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ। পাকিস্তানের পক্ষে নাসিম শাহ ও আবরার আহমেদ নেন দুটি করে উইকেট।জবাবে ব্যাট করতে নেমে জেইডেন সিলসের স্যুইং জাদুতে মুখ থুবড়ে পড়ে পাকিস্তানের ব্যাটিং লাইন। ২৩ রানে প্রথম চার উইকেট হারানোর পর মাত্র ৯২ রানেই গুটিয়ে যায় সফরকারীদের ইনিংস। সিলস একাই শিকার করেন ৬ উইকেট। এতেই সিরিজ নিজেদের করে নেয় স্বাগতিকরা।ওয়েস্ট ইন্ডিজের এই জয়ের নায়ক অধিনায়ক শেই হোপ। ১৮তম ওয়ানডে সেঞ্চুরি করেন তিনি। ১০ চার ও ৫ ছক্কায় ৯৪ বলে অপরাজিত ১২০ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ সেরার স্বীকৃতি পান ৩১ বছর বয়সী কিপার-ব্যাটসম্যান।ওয়ানডেতে এ নিয়ে চারবার ২শ’ বা এর বেশি রানে জিতল ক্যারিবিয়ানরা। আইসিসির পূর্ণ সদস্য দলের বিপক্ষে এই ম্যাচের চেয়ে তাদের বড় জয় আছে আর মাত্র একটি। সেটি ২০১৪ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের বিপক্ষে ২০৩ রানে।এর আগে, সবশেষ ১৯৯১ সালের নভেম্বরে পাকিস্তান সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ২-০ ব্যবধানে জিতেছিল রিচি রিচার্ডসনের নেতৃত্বাধীন ওয়েস্ট ইন্ডিজ।স্কোর:ওয়েস্ট ইন্ডিজ: ৫০ ওভারে ২৯৪/৬ (কিং ৫, লুইস ৩৭, কার্টি ১৭, হোপ ১২০*, রাদারফোর্ড ১৫, চেইস ৩৬, মোটি ৫, গ্রেভস ৪৩*; নাসিম ১০-০-৭২-২, হাসান ১০-১-৬০-০, তালাত ৪-০-২৬-০, আবরার ৯-১-৩৪-২, সাইম ৮-০-৩৬-১, মোহাম্মাদ নাওয়াজ ৭-০-১৭-০, সাইম ৯-০-৬০-১পাকিস্তান: ২৯.২ ওভারে ৯২ (সাইম ০, শাফিক ০, বাবর ৯, রিজওয়ান ০, সালমান ৩০, হাসান নাওয়াজ ১৩, তালাত ১, মোহাম্মাদ নাওয়াজ ২৩*, নাসিম ৬, হাসান ০, আবরার ০; সিলস ৭.২-০-১৮-৬, শেফার্ড ৫-২-১০-০, শামার ৪-০-৭-০, মোটি ৭-০-৩৭-২, চেইস ৬-১-১৬-১)ফল: ওয়েস্ট ইন্ডিজ ২০২ রানে জয়ীসিরিজ: ৩ ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জয়ী ওয়েস্ট ইন্ডিজম্যান অব দা ম্যাচ: শেই হোপম্যান অব দা সিরিজ: জেডেন সিলস