• ঢাকা
  • |
  • বুধবার ৫ই ভাদ্র ১৪৩২ দুপুর ১২:৫৮:২৪ (20-Aug-2025)
  • - ৩৩° সে:

জেলার খবর

লাঠির আঘাতে চাচা নিহত, দুই ভাতিজা গ্রেফতার

২০ আগস্ট ২০২৫ সকাল ০৯:৪৫:৪০

সংবাদ ছবি

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর আত্রাইয়ে লাঠির আঘাতে চাচা আজিজার রহমান (৬৮) নিহতের ঘটনায় দুই ভাতিজাকে গ্রেফতার করেছে পুলিশ। ১৯ আগস্ট মঙ্গলবার ভোর রাতে নাটোর জেলার সিংড়া উপজেলার কালিগঞ্জ থেকে তাদের গ্রেফতার করে থানা পুলিশ। এদিন দুপুরের পর তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- উপজেলার তেজনন্দী ভাটো পাড়া গ্রামের মৃত আলাউদ্দিনের দুই ছেলে বাবু ও আলিম। তারা উভয়েই নিহতের ভাতিজা।

এর আগে গত সোমবার ১৮ আগস্ট সন্ধ্যায় বাঁশ কাটাকে কেন্দ্র করে ভাতিজার লাঠির আঘাতে চাচা আজিজার রহমানের মৃত্যুর ঘটনা ঘটে।

জানা যায়, জমি-জমা সংক্রান্ত পারিবারিক বিরোধকে কেন্দ্র করে এদিন সন্ধ্যা আনুমানিক ৭টায় ভাতিজাদের সাথে চাচা আজিজার রহমানের কথা কাটাকাটি হয়। এ সময় ভাতিজাসহ কয়েকজন ব্যক্তির মধ্যে তর্কাতর্কি শুরু হয়। কথাকাটাকাটির এক পর্যায়ে ভাতিজার লাঠির আঘাতে ঘটনাস্থলেই চাচা আজিজার রহমান নিহত হন। পরে নিহতের ছেলে মুকুল হোসেন বাদী হয়ে আত্রাই থানায় ৭ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। ঘটনার পরপরই ভাতিজারা পালিয়ে যায়।

মামলার প্রেক্ষিতে আত্রাই থানা পুলিশের একটি দল গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নাটোর জেলার কালিগঞ্জ বাজার এলাকা থেকে অভিযুক্ত দুই ভাতিজা বাবু ও আলিমকে গ্রেফতার করে।

গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মান্নান মুঠোফোনে বলেন, আজিজার রহমান নিহতের ঘটনায় গ্রেফতাররা মূল আসামি। এঘটনায় একটি হত্যা মামলা হয়েছে। বাবু ও আলিমকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ