ইবি প্রতিনিধি: প্রথমবারের মতো ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ট্যুরিস্ট ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রিফাত হোসাইন এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন ২০২০-২১ শিক্ষাবর্ষের ফেরদৌস হোসেন।
১৯ আগস্ট মঙ্গলবার বিকেল ৩টায় এ ফলাফল ঘোষণা করা হয়।
এছাড়া সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আব্দুল কাইয়ুম, অর্থ সম্পাদক তানভীর হাসান রবিন এবং দফতর সম্পাদক ইমন হোসেন।
জানা যায়, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে প্রথমবারের মতো এ সংগঠনটি গড়ে ওঠে। যোগ্য নেতৃত্ব বাছাইয়ের লক্ষ্যে শিক্ষার্থীদের মধ্য এ নির্বাচনের আয়োজন করা হয়। পূর্বঘোষিত তফসিল অনুযায়ী মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিভাগের ৬২৮ নম্বর কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ২০১৯-২০ থেকে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা সরাসরি ভোট প্রদান করেন।
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফেরদৌস হোসেন বলেন, ‘প্রথমেই আমি ট্যুরিস্ট ক্লাবের সকল সদস্যকে আন্তরিক ধন্যবাদ জানাই, যারা আমাকে সর্বোচ্চ ভোটে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করেছেন। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আপনাদের আস্থা ও সমর্থনকে শক্তি হিসেবে নিয়ে ট্যুরিস্ট ক্লাবকে একটি প্রাণবন্ত ও ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে গড়ে তুলব।’
সভাপতি রিফাত হোসাইন বলেন, ‘আমাকে নির্বাচিত করার জন্য ট্যুরিজম পরিবারের সবাইকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই। আমি শিক্ষকদের পরামর্শ নিয়ে এবং বিভাগের সকল শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে ট্যুরিস্ট ক্লাবকে বিশ্ববিদ্যালয়ের অন্যতম সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত করতে চাই। পাশাপাশি ভবিষ্যতে বিভাগের ন্যায্য দাবি পূরণের জন্যও কাজ করে যাব।’
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available