• ঢাকা
  • |
  • বুধবার ৫ই ভাদ্র ১৪৩২ সকাল ১১:২৫:১৭ (20-Aug-2025)
  • - ৩৩° সে:

আন্তর্জাতিক

ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতে সেনা মোতায়েন করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

২০ আগস্ট ২০২৫ সকাল ০৯:০৯:৩২

সংবাদ ছবি

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সঙ্গে যুদ্ধরত ইউক্রেনকে সহায়তা কিংবা দেশটির নিরাপত্তা নিশ্চিতে যুক্তরাষ্ট্রের সেনা মোতায়েন করা হবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 

১৯ আগস্ট বুধবার সন্ধ্যায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান বলে এক প্রতিবেদনে দাবি করেছে লন্ডনভিত্তিক সংবাদমাধ্যম বিবিসি।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, ইউক্রেনের নিরাপত্তা নিশ্চয়তার বিষয়ে ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য সেনা পাঠাতে আগ্রহী হতে পারে, তবে যুক্তরাষ্ট্র এ পথে হাঁটবে না। এতে কোনো সমস্যা হবে না বলে আমি মনে করি।

ট্রাম্পকে সরাসরি প্রশ্ন করা হয়, যুক্তরাষ্ট্র কি নিরাপত্তা নিশ্চয়তার অংশ হিসেবে সেনা পাঠাবে? জবাবে ট্রাম্প দৃঢ়ভাবে বলেন, না, তা হবে না। প্রেসিডেন্ট হিসেবে আমি আপনাদের সেই আশ্বাস দিচ্ছি। আমাদের মূল লক্ষ্য হচ্ছে মানুষ হত্যাকাণ্ড বন্ধ করা। আমি শুধু মানুষকে মরতে না দেওয়ার জন্য চেষ্টা করছি।

এদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কিকে আলোচনায় আরও নমনীয় হওয়ার আহ্বান জানিয়ে ট্রাম্প জানান, রুশ প্রেসিডেন্ট পুতিন ও জেলেনস্কি সম্ভাব্য এক ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন। আমি সোমবার (১৮ আগস্ট) পুতিনকে ফোন করেছি ও আশা করি, তার আচরণ ভালো হবে। যদি না হয়, তবে এটি একটি কঠিন পরিস্থিতিতে রূপ নেবে।

মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমি আশা করি জেলেনস্কি যা করার দরকার, তা করবেন। তবে আলোচনায় তাকে অবশ্যই নমনীয় হতে হবে। আমি বলব না যে জেলেনস্কি ও পুতিন কখনো সেরা বন্ধু হয়ে উঠবেন। তবে সিদ্ধান্ত নেওয়ার ভার তাদের হাতেই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ