• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই মাঘ ১৪৩২ বিকাল ০৪:০১:৪৩ (30-Jan-2026)
  • - ৩৩° সে:

ইবির দুই ছাত্র হলে নতুন প্রভোস্ট নিয়োগ

১২ মে ২০২৫ রাত ০৯:০৮:১৩

ইবির দুই ছাত্র হলে নতুন প্রভোস্ট নিয়োগ

ইবি প্রতিনিধি : ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ছাত্রদের দুই আবাসিক হলে নতুন প্রভোস্ট নিয়োগ দিয়েছে প্রশাসন।

Ad

১২ মে সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত পৃথক দুই অফিস আদেশে এ তথ্য জানানো হয়। আগামী ১৫ মে থেকে তারা দায়িত্ব গ্রহণ করবেন।

Ad
Ad

শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী ও লালন শাহ হলের প্রভোস্ট হিসেবে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খান নিয়োগ পেয়েছেন।

এতে বলা হয়, আগামী ১৪ মে শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ড. শেখ এ. বি. এম জাকির হোসেন এবং লালন শাহ হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. আকতার হোসেনের দায়িত্বের মেয়াদ শেষ হবে।

এতে আরও বলা হয়, ১৫ মে থেকে আগামী এক বছরের জন্য শহীদ জিয়াউর রহমান হলের প্রভোস্ট হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী এবং লালন শাহ হলের প্রভোস্ট হিসেবে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. গাজী মো. আরিফুজ্জামান খানকে নিয়োগ দিয়েছেন উপাচার্য। এ দায়িত্ব পালনের জন্য তারা নিয়ম অনুযায়ী সকল সুযোগ সুবিধা পাবেন।

দায়িত্বের বিষয়ে শহীদ জিয়াউর রহমান হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ড. আব্দুল গফুর গাজী বলেন, হলের দায়িত্ব পাওয়ার পর আমি শিক্ষার্থীদের সঙ্গে তাদের সমস্যাগুলো নিয়ে কথা বলবো। তাঁদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শুনে, সম্ভাব্য সমাধানের জন্য সর্বাত্মক চেষ্টা করব। শিক্ষার্থীদের কল্যাণে যেসব অসুবিধা ও প্রতিবন্ধকতা রয়েছে। সেগুলো দূর করতে আমি আন্তরিকভাবে কাজ করে যাব। আমার প্রধান লক্ষ্য হবে একটি নিরাপদ, স্বচ্ছ ও সহযোগিতাপূর্ণ আবাসিক পরিবেশ নিশ্চিত করা। যাতে সবাই স্বাচ্ছন্দ্যে ও আনন্দের সঙ্গে শিক্ষাজীবন এগিয়ে নিতে পারে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
এনসিপির ৩৬ দফা নির্বাচনী ইশতেহার ঘোষণা
৩০ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৫৯:১৫

ফের বাড়তে পারে শীতের তীব্রতা
ফের বাড়তে পারে শীতের তীব্রতা
৩০ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৫৪:০২



সোনার দাম ভরিতে কমলো ১৪ হাজার
সোনার দাম ভরিতে কমলো ১৪ হাজার
৩০ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:০৭:৫২







Follow Us