• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে অগ্রহায়ণ ১৪৩২ রাত ০২:৪৬:২১ (14-Dec-2025)
  • - ৩৩° সে:

গুলিবিদ্ধ হাদীর সুস্থতা কামনায় ঢাকা কলেজ ছাত্রশিবিরের দোয়া মাহফিল

১৩ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৩০:১৭

সংবাদ ছবি

ঢাকা কলেজ প্রতিনিধি: ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদীর সুস্থতা কামনায় ইসলামি ছাত্র শিবির ঢাকা কলেজ শাখার দোয়া মাহফিল।

Ad

১২ ডিসেম্বর শুক্রবার সন্ত্রাসী হামলায় গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র জনাব শরীফ ওসমান হাদী-এর দ্রুত সুস্থতা কামনায় ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের উদ্যোগে ‘ঢাকা কলেজ কেন্দ্রীয় জামে মসজিদে’ এশার নামাজের পর মুসল্লীদের নিয়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। ওই দোয়া মাহফিলে উপস্থিত সবাই তার দ্রুত আরোগ্য কামনা করেন।

Ad
Ad

এসময় ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের এইচআরডি সম্পাদক মোহাম্মদ মামুন শেখ বলেন, হাদী ভাইয়ের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। বাংলাদেশের প্রশাসনের কাছে দাবি জানাই-হাদী ভাইয়ের ওপর হামলাকারীদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার করতে হবে। শুধু গ্রেফতারই নয়, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে, যাতে পরবর্তীতে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রম কেউ চালাতে না পারে।

আমি আপনাদের অনুরোধ করছি-আপনারা সবাই যার যার অবস্থান থেকে এই দেশকে এবং দেশের মানুষকে নিয়ে কেউ যদি ষড়যন্ত্র করে, তার বিরুদ্ধে সর্বোচ্চ প্রতিবাদ করবেন। দোয়া করি, আল্লাহ তায়ালা যেন শরীফ ওসমান হাদী ভাইকে দ্রুত সুস্থতা দান করে আমাদের মাঝে ফিরিয়ে দেন।

এর আগে, জুমার নামাজের পর রাজধানীর বিজয়নগর আল রাজী কমপ্লেক্সের সামনে গুলিবিদ্ধ হন ওসমান হাদী। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি মোটরসাইকেলে দুইজন এসে তাকে গুলি করে। ঘটনার পরপরই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, তিনি বর্তমানে চিকিৎসাধীন এবং প্রয়োজনীয় চিকিৎসা চলছে। তবে তার শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।

উল্লেখ্য, ওসমান হাদী দীর্ঘদিন ধরে প্রচারণা চালিয়ে আসছেন যে তিনি ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করবেন। তিনি ইনকিলাব মঞ্চ নামের একটি রাজনৈতিক, সাংস্কৃতিক প্ল্যাটফর্মের মুখপাত্র হিসেবে পরিচিত। ইনকিলাব মঞ্চ ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত একটি সংগঠন, যা সার্বভৌমত্ব, ন্যায্যতা ও স্বাধীনতার ভিত্তিতে একটি নতুন রাষ্ট্র কাঠামোর দাবিতে কাজ করছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us