• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা আশ্বিন ১৪৩২ রাত ১১:৫৪:৫৬ (19-Sep-2025)
  • - ৩৩° সে:

ক্যাম্পাস

জাবিতে বণ্টনের আগেই শিক্ষার্থীদের রুম দখল

২৫ সেপ্টেম্বর ২০২৪ বিকাল ০৫:৪৩:৪৮

সংবাদ ছবি

জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) অধিকতর উন্নয়নের আওতাভুক্ত নবনির্মিত চারটি হলের কার্যক্রম শুরু হলেও বাকি দুইটি হলে শিক্ষার্থী স্থানান্তরের লিস্ট প্রকাশিত হলে বণ্টনের আগেই রুমে নাম ও তালা মেরে দখলের অভিযোগ উঠেছে। 

গত ২২ সেপ্টেম্বর রোববার বিশ্ববিদ্যালয়ের নবনির্মিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলে সিট বরাদ্দ দেওয়া হয়। সেখানে ৪৯তম ব্যাচ থেকে ৫২তম ব্যাচ পর্যন্ত মোট ৪টি ব্যাচের ৫২৫ জন শিক্ষার্থীকে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়৷ 

সরজমিনে ঘুরে দেখা যায়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম হলের বেশ কয়েকটি কক্ষের দরজায় শিক্ষার্থীরা নাম লিখে রেখে তালা মেরে দিয়েছেন।

এ বিষয়ে ঐ হলের প্রভোস্ট আবদুল্লাহ আল কাফি বলেন, রুম দখল সম্পর্কে আমরা খবর পাইনি। তবে শিক্ষার্থীরা রুমের দরজায় তাদের নাম লিখে রেখেছে শুনেছি। বিশ্ববিদ্যালয় প্রশাসনের রুম অ্যালটমেন্টের মাধ্যমে শিক্ষার্থীরা বিভিন্ন রুমে মনোনীত হবে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
বাংলার ‘টেসলায়’ অচল নারায়ণগঞ্জ শহর
১৯ সেপ্টেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:০১:৩৭