ঢাকা কলেজ প্রতিনিধি : প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় এর অধ্যাদেশ জারির এক দফা দাবিতে টানা দুইদিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা। এক দফা দাবিতে অনড় শিক্ষার্থীরা জানিয়েছেন, অধ্যাদেশ জারি না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। তাই চাল-ডাল নিয়ে হাজির আন্দোলনরত শিক্ষার্থীরা।

গত রবিবার (৭ ডিসেম্বর) দুপুর থেকেই শিক্ষা ভবনের সামনের সড়কে এ কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।


শিক্ষার্থীরা জানান, পরিচয় সংকটসহ নানামুখী ভোগান্তি পোহাতে হচ্ছে। সরকার খসড়া অধ্যাদেশ দিলেও এখনও তা জারি না হওয়ায় তাদের ভবিষ্যৎ অনিশ্চয়তায় পড়েছে। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের ন্যায্য অধিকার দাবি করছি। অধ্যাদেশ না দেওয়া পর্যন্ত রাজপথ ছাড়ব না।
অবস্থান কর্মসূচি পালন করা সৈকত নামের এক শিক্ষার্থী বলেন, আমরা এখানে প্রেস রিলিজ নিতে আসি নাই। আমরা এসেছি অধ্যাদেশের দাবি নিয়ে এবং দাবি আদায় করেই ছাড়বো। এই মুহূর্তে সবচেয়ে কঠিন সময় পার করছে ২০২৪–২৫ সেশনের শিক্ষার্থীরা। তারা প্রায় তিন মাস হয়ে গেল বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার পরও ক্লাসে ফিরতে পারছে না।
তিনি আরও বলেন, প্রশাসনের সিনিয়ররা দিন-রাত ২৪ ঘণ্টা পরিশ্রম করছেন। কিন্তু একটি মহল সেই পরিশ্রমকে বারবার বাধাগ্রস্ত করছে এবং সচেতনভাবেই তাদের ক্লাস আটকে দিচ্ছে। কোন অধ্যাদেশ বা আইনি প্রক্রিয়ার কারণে ২৪-২৫ সেশনের ক্লাস বন্ধ নেই। শুধুমাত্র একটি মহল এই ক্লাস আটকে রাখার জন্য দায়ী। অধ্যাদেশও আমাদের লাগবে, ক্লাসেও ফিরতে হবে দুটিই জরুরি। দেশ যেমন আমাদের দরকার, শিক্ষা আরও বেশি দরকার।
এই অবস্থান কর্মসূচিকে ঘিরে শিক্ষা মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রস্তাবিত ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া পরিমার্জন করে চূড়ান্ত করার কাজ চলছে। এ কাজ সম্পন্ন করে ২৫ ডিসেম্বরের মধ্যে পরিমার্জিত খসড়ার ওপর আন্তমন্ত্রণালয় সভা করা সম্ভব হবে বলে আশা করছে মন্ত্রণালয়। আসন্ন শীতকালীন ছুটি শেষে আগামী বছরের ১ জানুয়ারি ২০২৪-২৫ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্লাস শুরু করা সম্ভব হবে বলে ব্যাখ্যায় আশার কথা জানানো হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available