• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে কার্তিক ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৭:৩৭ (08-Nov-2025)
  • - ৩৩° সে:

গোবিপ্রবিতে শেখ পরিবারের নামে থাকা হল ও বিভিন্ন প্রতিষ্ঠানের নাম পরিবর্তন

৮ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৩৯:০২

সংবাদ ছবি

গোবিপ্রবি প্রতিনিধি: গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ৪১তম রিজেন্ট বোর্ড সভায়, ৩৬তম একাডেমিক কাউন্সিল সভায় গৃহীত সুপারিশ ও সিদ্ধান্তসমূহ অনুমোদন দেওয়া হয়েছে। তবে ৩৬/৫ নং সিদ্ধান্তে সামান্য সংশোধন এনে নতুনভাবে অনুমোদন দিয়েছে বোর্ড।

Ad

গত ২৩ সেপ্টেম্বর অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ওই সভায় শিক্ষার্থীদের প্রস্তাবনা ও মতামতের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল, ইনস্টিটিউট ও স্থাপনার নাম পরিবর্তনের সুপারিশ করা হয়। পরবর্তীতে রিজেন্ট বোর্ড সভায় বিষয়টি আলোচনা শেষে নিম্নোক্ত সংশোধিত নামসমূহ অনুমোদিত হয়।

Ad
Ad

সংশোধিত সিদ্ধান্ত অনুযায়ী বর্তমান নাম ও সংশোধিত নাম- বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের বর্তমান নাম বনলতা হল, শেখ রেহানা হলের নাম অপরাজিতা হল ও শেখ রাসেল হলের বর্তমান নাম শহীদ তিতুমীর হল।

এছাড়া, বঙ্গবন্ধু ইনস্টিটিউট অব লিবারেশন ওয়ার অ্যান্ড বাংলাদেশ স্টাডিজ এর নতুন নাম হলো : ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ; শেখ হাসিনা কৃষি ইনস্টিটিউট-এর নাম ইনস্টিটিউট অব এগ্রিকালচার, শেখ হাসিনা ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি নতুন নাম ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি।

নাম পরিবর্তন হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজের। এটির নতুন নাম হলো; গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্কুল এন্ড কলেজ। এছাড়া শেখ মুজিবের নামে নির্মাণাধীন ম্যুরাল কমপ্লেক্সের নতুন নাম হিসেবে GSTU ম্যুরাল কমপ্লেক্স নাম রিজেন্ট বোর্ডে অনুমোদিত হয়েছে। 

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, শিক্ষার্থীদের অংশগ্রহণ ও মতামতকে গুরুত্ব দিয়ে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। রিজেন্ট বোর্ডের অনুমোদনের পর এখন এসব নাম বিশ্ববিদ্যালয়ের সকল আনুষ্ঠানিক নথি, সাইনবোর্ড ও প্রকাশনায় প্রয়োগ করা হবে বলে জানা গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





সংবাদ ছবি
গাজীপুরে ডাকাতির প্রস্তুতি, আটক ৩
৮ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:৫৩:০৩




সংবাদ ছবি
সমঝোতা ছাড়াই শেষ হলো পাক-আফগান সংলাপ
৮ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:১২:১৮



Follow Us