নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) উদ্বোধন করেছেন।

৩ জানুয়ারি শনিবার পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে (বিসিএফসি) আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন তিনি।


এবারের বাণিজ্য মেলায় বিভিন্ন ক্যাটাগরির স্টল ও প্যাভিলিয়ন স্পেস অনলাইনের মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের সুবিধার্থে ই-টিকিটিং ব্যবস্থা চালু করা হয়েছে। অন-স্পট টিকিটের পাশাপাশি অনলাইনে টিকিট কিনে কিউআর কোড স্ক্যান করে মেলায় প্রবেশ করা যাবে।
এ ছাড়া ক্রেতা ও দর্শনার্থীদের যাতায়াত সহজ করতে বিআরটিসির ডেডিকেটেড বাস সার্ভিসের পাশাপাশি কনসেশনাল রেটে ‘পাঠাও’ সেবাও যুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, এবারের বাণিজ্য মেলা ১ জানুয়ারি শুরু হওয়ার কথা থাকলেও সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করায় উদ্বোধনী অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়।
বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ উদ্যোগে ১৯৯৫ থেকে ২০২০ সাল পর্যন্ত দেশীয় পণ্যের প্রচার, প্রসার ও বিপণনের লক্ষ্যে রাজধানীর শেরেবাংলা নগরে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করা হতো। করোনা মহামারির কারণে ২০২১ সালে মেলা অনুষ্ঠিত হয়নি। পরবর্তীতে মহামারির বিধিনিষেধের মধ্যেই ২০২২ সালে প্রথমবারের মতো পূর্বাচলের বিসিএফসিতে মেলার আয়োজন করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available