• ঢাকা
  • |
  • রবিবার ২০শে পৌষ ১৪৩২ রাত ০৩:০৬:১৫ (04-Jan-2026)
  • - ৩৩° সে:

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসরের উদ্বোধন

৩ জানুয়ারী ২০২৬ দুপুর ০২:৩৬:৫৪

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসরের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বাচলের স্থায়ী ভেন্যুতে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসরের উদ্বোধন করা হয়েছে।

Ad

৩ জানুয়ারি শনিবার সকাল সাড়ে ১১টায় পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টার (বিবিসিএফইসি) ভবনে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করা হয়।

Ad
Ad

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) সূত্রে জানা গেছে, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী মেলার উদ্বোধন হওয়ার কথা ছিল ১ জানুয়ারি। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার তিন দিনের জাতীয় শোক ঘোষণা করলে মেলার উদ্বোধনের তারিখ পরিবর্তন করে ৩ জানুয়ারি নির্ধারণ করা হয়।

১৯৯৫ সাল থেকে প্রতি বছর বছরের প্রথম দিন থেকেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আয়োজন করা হয়ে আসছে। ২০২২ সাল থেকে পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে অবস্থিত বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারকে মেলার স্থায়ী ভেন্যু হিসেবে ব্যবহার করা হচ্ছে। এবার পূর্বাচলে পঞ্চমবারের মতো মেলার আয়োজন করা হয়েছে। মেলা আয়োজনের সব প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) যৌথ উদ্যোগে আয়োজিত এবারের মেলায় বাংলাদেশসহ বিভিন্ন দেশের প্রতিষ্ঠান অংশ নিচ্ছে। দেশের পণ্য প্রদর্শনের সবচেয়ে বড় এই আয়োজনে প্রতিবছরের মতো এবারও ভারত, পাকিস্তান, থাইল্যান্ড, তুরস্ক, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, হংকং, সিঙ্গাপুর ও নেপালসহ বিভিন্ন দেশের পণ্য প্রদর্শিত হচ্ছে।

এবারের মেলায় পরিবেশ সুরক্ষার লক্ষ্যে পলিথিন ব্যাগ ও সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। বিকল্প হিসেবে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মাধ্যমে স্বল্পমূল্যে পরিবেশবান্ধব শপিং ব্যাগ সরবরাহ করা হবে।

মেলার লে-আউট পরিকল্পনা অনুযায়ী বিভিন্ন ক্যাটাগরিতে মোট ৩২৪টি প্যাভিলিয়ন, স্টল ও রেস্টুরেন্ট বরাদ্দ দেওয়া হয়েছে। এতে দেশীয় উৎপাদক ও রপ্তানিকারকদের পাশাপাশি সাধারণ ব্যবসায়ী এবং বিদেশি প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে।

সাধারণ দর্শনার্থীদের যাতায়াত সুবিধার্থে কুড়িল বিশ্বরোড, ফার্মগেট (খেজুরবাগান/খামারবাড়ি), নারায়ণগঞ্জ ও নরসিংদী থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে বিআরটিসির ২০০টির বেশি ডেডিকেটেড শাটল বাস মেলার উদ্দেশ্যে চলাচল করবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us