ডেস্ক রিপোর্ট: মাসব্যাপী আয়োজিত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার পর্দা নামছে আজ। ৩১ জানুয়ারি শনিবার ছুটির দিন হওয়ায় শেষ দিনেও ভালো বেচাকেনার প্রত্যাশা করছেন মেলায় অংশ নেওয়া ব্যবসায়ীরা।

সকাল থেকেই মেলা প্রাঙ্গণমুখী দর্শনার্থীদের আনাগোনা চোখে পড়ার মতো। সংশ্লিষ্টদের ধারণা, অন্যান্য বছরের তুলনায় এবার ছুটির দিনে মেলার সমাপ্তিতে তুলনামূলকভাবে বেশি বেচাবিক্রি হবে।


ব্যবসায়ীরা জানান, রাষ্ট্রীয় শোকের কারণে এবছর মেলার সময়সীমা তিন দিন কম ছিল। পাশাপাশি মেলার শুরুতে বৈরী আবহাওয়া ও জাতীয় নির্বাচনের প্রভাব পড়ায় প্রথম দিকের দিনগুলোতে ব্যবসা প্রত্যাশা অনুযায়ী হয়নি।
তবে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানিয়েছে, গত বছরের তুলনায় এ বছর মেলায় ক্রেতা ও দর্শনার্থীর সংখ্যা অন্তত ১৫ শতাংশ বেড়েছে। একই সঙ্গে ভ্যাট আদায়ও গত বছরের তুলনায় প্রায় ৮ শতাংশ বেশি হয়েছে।
কর্মদিবসগুলোতে দর্শনার্থীর সংখ্যা তুলনামূলক কম থাকলেও ছুটির দিনগুলোতে মেলায় উপচে পড়া ভিড় দেখা গেছে। শেষদিন উপলক্ষে প্রায় সব স্টল ও প্যাভিলিয়নে ১০ থেকে ৭০ শতাংশ পর্যন্ত মূল্যছাড় দেওয়া হচ্ছে। পাশাপাশি পণ্য কেনার সঙ্গে বিভিন্ন স্টল ও প্যাভিলিয়নে বিশেষ পুরস্কার ও গিফট ভাউচারও দেওয়া হচ্ছে।
উল্লেখ্য, পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী ১ জানুয়ারি মেলা উদ্বোধনের কথা থাকলেও তা পিছিয়ে শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় পূর্বাচলের ৪ নম্বর সেক্টরে অবস্থিত বিবিসিএফইসি ভবনে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার ৩০তম আসরের উদ্বোধন করা হয়।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available