• ঢাকা
  • |
  • বুধবার ২৮শে কার্তিক ১৪৩২ বিকাল ০৩:০৬:১৫ (12-Nov-2025)
  • - ৩৩° সে:

আবারও বাজারে এসেছে অপো এ৬ প্রো

১২ নভেম্বর ২০২৫ দুপুর ১২:১৬:০০

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: বৈশ্বিক স্মার্ট ডিভাইস ব্র্যান্ড অপো জানিয়েছে, জনপ্রিয় স্মার্টফোন অপো এ৬ প্রো আবার বাজারে এসেছে। প্রথম পর্যায়ে ডিভাইসটি বিপুল সাড়া ফেলেছিল এবং খুব অল্প সময়ের মধ্যেই বিক্রি শেষ হয়ে যায়। বাংলাদেশের বাজারে এটি অপোর সাম্প্রতিক ইতিহাসে অন্যতম দ্রুততম প্রি-অর্ডার সেলআউট হিসেবে রেকর্ড গড়েছে।

Ad

অপো জানায়, ডিভাইসটির এই সাফল্য তাদের উদ্ভাবনী প্রযুক্তি ও গুণগত মানের প্রতি ব্যবহারকারীদের আস্থা ও আগ্রহেরই প্রতিফলন। ক্রমবর্ধমান চাহিদার কারণে প্রতিষ্ঠানটি দ্রুতই এর পুনঃউপলব্ধতা নিশ্চিত করেছে, যেন আরও বেশি ক্রেতা এর আধুনিক ফিচার উপভোগ করতে পারেন।

Ad
Ad

অপো বাংলাদেশ অথোরাইজড এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটরের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, ‘এ৬ প্রোর প্রতি ক্রেতাদের সাড়া আমাদের প্রত্যাশার চেয়ে অনেক বেশি। বাংলাদেশের ব্যবহারকারীদের এই আস্থা ও উৎসাহ আমাদের অনুপ্রাণিত করেছে। একটি মিড-রেঞ্জ স্মার্টফোনে কী থাকতে পারে, এ৬ প্রো সেটিকে নতুনভাবে সংজ্ঞায়িত করেছে। ক্রমাগত চাহিদা মেটাতে আমরা দ্রুত এটি আবার বাজারে আনতে পেরে অত্যন্ত আনন্দিত।’

অপো এ৬ প্রো-তে আইপি৬৯ রেটিংসহ আন্ডারওয়াটার ভিডিওগ্রাফি সক্ষমতা রয়েছে, যা ব্যবহারকারীদের বৃষ্টি, পানি বা আউটডোর পরিস্থিতিতেও নিখুঁত ভিডিও ধারণের সুযোগ দেয়। এই ফিচার সাধারণত এই দামের ফোনে বিরল, যা একে কনটেন্ট ক্রিয়েটর ও আউটডোর এক্সপ্লোরারদের কাছে আকর্ষণীয় করে তুলেছে।

ডিভাইসটিতে রয়েছে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৮০ ওয়াট সুপারভুক ফাস্ট চার্জিং সুবিধা। এর ফলে দীর্ঘসময় ব্যবহারেও নিরবচ্ছিন্ন সংযোগ বজায় থাকে। পাশাপাশি রিভার্স চার্জিং প্রযুক্তির মাধ্যমে এটি অন্য ডিভাইস চার্জ করতেও সক্ষম।

অপোর সুপারকুল ভিসি সিস্টেম ফোনটির তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখে, ফলে গেমিং, ভিডিও রেকর্ডিং ও মাল্টিটাস্কিংয়ের সময় ফোন ঠান্ডা ও দ্রুত প্রতিক্রিয়াশীল থাকে।

উন্নত প্রযুক্তির পাশাপাশি অপো এ৬ প্রো হালকা ও স্টাইলিশ ডিজাইনে তৈরি, যা টেকসই ব্যবহার ও আভিজাত্যের নিখুঁত সমন্বয় ঘটায়।

ডিভাইসটির পুনরাগমন উপলক্ষে ক্রেতাদের জন্য বিশেষ অফার ঘোষণা করেছে অপো। ক্রেতারা এখন তাদের প্রিয় ‘ব্যাচেলর পয়েন্ট’ চরিত্রের নাম কমেন্ট করে একটি এক্সক্লুসিভ ব্যাকপ্যাক জেতার সুযোগ পাবেন।

সীমিত সময়ের জন্য অপো এ৬ প্রো (৮ জিবি + ২৫৬ জিবি) পাওয়া যাবে মাত্র ৩৪,৯৯০ টাকায়। দেশের সব অপো ব্র্যান্ড শপ ও পার্টনার রিটেইল আউটলেট থেকে ডিভাইসটি ক্রয় করা যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

সংবাদ ছবি
টাঙ্গাইলে হাসপাতাল থেকে ১৩ দালাল আটক
১২ নভেম্বর ২০২৫ দুপুর ০২:৫৯:০১






সংবাদ ছবি
মির্জা ফখরুলের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের বৈঠক
১২ নভেম্বর ২০২৫ দুপুর ০১:২৪:১৬

সংবাদ ছবি
বিজয়নগরে গ্রামীণ ব্যাংকে পেট্রল ঢেলে আগুন
১২ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৫৬:৪৩


সংবাদ ছবি
আবারও বাজারে এসেছে অপো এ৬ প্রো
১২ নভেম্বর ২০২৫ দুপুর ১২:১৬:০০


Follow Us