• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে আশ্বিন ১৪৩২ দুপুর ০১:৫০:১৫ (08-Oct-2025)
  • - ৩৩° সে:

এআই পার্টি ফোন নিয়ে আসছে রিয়েলমি ১৫ সিরিজ

৮ অক্টোবর ২০২৫ দুপুর ১২:১০:১৬

সংবাদ ছবি

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশের বাজারে বহুল প্রতীক্ষিত ‘এআই পার্টি ফোন’ রিয়েলমি ১৫ সিরিজ নিয়ে আসতে যাচ্ছে তরুণদের পছন্দের স্মার্টফোন ব্র্যান্ড রিয়েলমি। আগামী ১২ অক্টোবর বহুল প্রত্যাশিত এই ফোনটি ৩টি ভার্সনে নিয়ে আসা হচ্ছে: রিয়েলমি ১৫, রিয়েলমি ১৫ প্রো ও রিয়েলমি ১৫টি। ক্রেতারা পছন্দের এই মডেলগুলো আগামী ১২-১৫ অক্টোবর পর্যন্ত প্রি-বুক করতে পারবেন এবং এআই স্মার্টফোনের নেক্সট-জেন অভিজ্ঞতা সবার আগে গ্রহণ করার সুযোগ পাবেন।

‘এআই পার্টি ফোন’ নামে পরিচিত রিয়েলমি ১৫ সিরিজে থাকছে এআই এডিট জিনিসহ ট্রিপল ক্যামেরা সেটআপ। ভয়েস-নির্ভর এই এডিটিং টুলটির মাধ্যমে এখন ভয়েস কমান্ডের মাধ্যমেই ছবি ও ভিডিও এডিট করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা; যা নতুন প্রজন্মের ডিজিটাল স্টোরিটেলারদের সৃজনশীলতাকে অনন্য মাত্রায় নিয়ে যাবে। ভিডিওপ্রেমীদের জন্য রিয়েলমি ১৫ সিরিজে রয়েছে ৪কে ভিডিও ক্যাপচারের সুবিধা। যেখানে রিয়েলমি ১৫ প্রোর ফ্রন্ট ও ব্যাক দুইটি ক্যামেরাতেই পরিচ্ছন্ন ও সিনেমাটিক ভিজ্যুয়াল অভিজ্ঞতা নিশ্চিত করতে ৬০ এফপিএস (ফ্রেম পার সেকেন্ড) ৪কে রেকর্ডিং সুবিধা নিয়ে আসা হয়েছে।

Ad
Ad

নতুন এই সিরিজটিতে মসৃণ ভিজ্যুয়াল ও উজ্জ্বল রঙের অভিজ্ঞতা নিশ্চিতে ৬.৭৭ ইঞ্চি ১৪৪ হার্জ অ্যামোলেড ডিসপ্লে নিয়ে আসা হয়েছে। পাশাপাশি, প্রো ভার্সনে স্টাইল ও স্বাচ্ছন্দ্য নিশ্চিতে প্রিমিয়াম ফোরডি কার্ভড ডিসপ্লে ব্যবহার করা হয়েছে।

Ad

রিয়েলমি ১৫ সিরিজে চার্জ শেষ হয়ে যাওয়ার দুশ্চিন্তা থেকে সারাদিন নিশ্চিন্ত রাখতে ৭০০০ মিলিঅ্যাম্পিয়ারের সুবিশাল ব্যাটারি ব্যবহার করা হয়েছে। ভিডিও স্ট্রিমিং, সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, হালকা গেমিং কিংবা ফটোগ্রাফি যে কাজই হোক না কেন, এখন চার্জের দুচিন্তা ছাড়াই এই ব্যাটারি আপনাকে সারাদিন অনায়াসে ফোন ব্যবহার করার এক দারুণ অভিজ্ঞতা দিবে। একইসাথে, ১৫ প্রো’র বিজয়ীর মতো আসা নিশ্চিত করতে এতে ৮০ ওয়াট সুপার-ফাস্ট চার্জিং সুবিধা ব্যবহার করা হয়েছে। যা দীর্ঘস্থায়ী ব্যাটারি ও দ্রুত চার্জিং এই দুটিই নিশ্চিত করে আপনাকে আরও সমৃদ্ধ করবে।

এআই-সক্ষম ক্রিয়েটিভিটি টুলস, ইন্ডাস্ট্রির সেরা ব্যাটারি লাইফ ও ফ্ল্যাগশিপের মতো পারফরম্যান্সের অনন্য সমন্বয়ে নিয়ে আসা রিয়েলমি ১৫ সিরিজ কেবল কোনো স্মার্টফোন নয়; এটি তরুণদের জন্য প্রযুক্তি ও বাস্তবতাকে মূল্যায়ন করার এক অনবদ্য লাইফস্টাইল স্টেটমেন্ট।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সংবাদ ছবি
বকশীগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু
৮ অক্টোবর ২০২৫ দুপুর ১২:৩০:৩৫


সংবাদ ছবি
এআই পার্টি ফোন নিয়ে আসছে রিয়েলমি ১৫ সিরিজ
৮ অক্টোবর ২০২৫ দুপুর ১২:১০:১৬






Follow Us