• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২২শে আশ্বিন ১৪৩২ সকাল ১০:৩১:৪৯ (07-Oct-2025)
  • - ৩৩° সে:

স্বর্ণের বাজারে নতুন ইতিহাস, আজ থেকে বিক্রি হবে রেকর্ড দামে

৭ অক্টোবর ২০২৫ সকাল ০৮:৫২:০১

সংবাদ ছবি

নিজস্ব প্রতিবেদক: দেশের ইতিহাসে প্রথমবারের মতো স্বর্ণের ভরি দুই লাখ টাকার ঘর পেরিয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) সোমবার (৬ অক্টোবর) রাতে নতুন স্বর্ণমূল্য ঘোষণা করেছে, যা আজ মঙ্গলবার (৭ অক্টোবর) থেকে কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তি অনুযায়ী, ভরিপ্রতি ৩ হাজার ১৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৭২৬ টাকা। আন্তর্জাতিক বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির প্রভাবে এই দাম সমন্বয় করা হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।

Ad
Ad

নতুন দর অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ৭২৬ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৯১ হাজার ৬০৫ টাকা ও ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৬৪ হাজার ২২৯ টাকা। সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ১ লাখ ৩৬ হাজার ৪৪৫ টাকা।

Ad

স্বর্ণের দাম ছুঁতে পারে ৪ হাজার ডলার, তবে উত্থান শিগগিরই থামতে পারে
বাজুস জানিয়েছে, এই দামের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ করতে হবে। গহনার নকশা ও মানভেদে মজুরির তারতম্য হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

চলতি বছর এখন পর্যন্ত ৬১ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস। এর মধ্যে ৪৩ বার বেড়েছে এবং ১৮ বার কমেছে।

এর আগে গত শনিবার (৪ অক্টোবর) স্বর্ণের দাম বাড়ানো হয়েছিল ভরি প্রতি ২ হাজার ১৯২ টাকা, তখন ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ১ লাখ ৯৭ হাজার ৫৭৬ টাকা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us