কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে এক রাতে পৃথক স্থানে ৫ ঘণ্টার ব্যবধানে দুটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আজ ২৬ ডিসেম্বর শুক্রবার ভোর আনুমানিক ৫টার দিকে উপজেলার রাজাপালং ইউনিয়নের মধুরছড়া ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের ডি ব্লকের একটি হাসপাতালে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস ও ব্লকের বাসিন্দাদের প্রায় আড়াই ঘণ্টার প্রচেষ্টায় সকাল সাড়ে ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। কোনো হতাহতের ঘটনা না ঘটলেও হাসপাতালটি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং পুড়ে গেছে মূল্যবান চিকিৎসা সামগ্রী।


২০১৭ সালের আগস্টে মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের আগমনের পর দাতব্য সংস্থা ওবাট হেলপারস ইউএসএ হাসপাতালটি প্রতিষ্ঠা করে। বর্তমানে হিউম্যান ইন্টারন্যাশনাল ইউএসএর অনুদানে ওবাট হেলপারস বাংলাদেশ এটি পরিচালনা করছে।
ওবাটের হেলথ কো-অর্ডিনেটর ডা. মাহামুদুল হাসান সিদ্দিকী রাশেদ বলেন, আকস্মিক অগ্নিকাণ্ডে পুরো হাসপাতালটি পুড়ে গেছে। আগুনের কারণ এখনও নিশ্চিত নয়। এই হেলথপোস্ট থেকে রোহিঙ্গা ও স্থানীয়রা বিনামূল্যে চিকিৎসা পেতেন।
মালয়েশিয়া হাসপাতাল নামে পরিচিত কেন্দ্রটি পুড়ে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন রোহিঙ্গারা। মোহাম্মদ রফিক নামে এক রোহিঙ্গা বলেন, এটি আমাদের পরিবারের ভরসাস্থল ছিল।
ধারণা করা হচ্ছে, ক্ষয়ক্ষতির পরিমাণ কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে। উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ডলার ত্রিপুরা জানান, ঘটনায় কেউ আহত হয়নি।
এর আগে কুতুপালং নিবন্ধিত ক্যাম্পের বি ব্লকে বৃহস্পতিবার রাত ১০টার দিকে আগুনে পুড়ে যায় ৫টি ঘর। গত বছরের ২৪ ডিসেম্বরও কুতুপালং ১ ডব্লিউ ক্যাম্পে ভয়াবহ অগ্নিকাণ্ডে সহস্রাধিক ঘর পুড়ে একজন নিহত হয়। শীত মৌসুমে বারবার অগ্নিকাণ্ডে ক্যাম্পে আতঙ্ক বাড়ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available