• ঢাকা
  • |
  • শনিবার ১৮ই মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৭:২৬:২৭ (31-Jan-2026)
  • - ৩৩° সে:

সর্বমিত্র চাকমাকে আইনি নোটিশ

৩১ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৪৪:৫৬

সর্বমিত্র চাকমাকে আইনি নোটিশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবৈধ দোকান থেকে চাঁদাবাজির অভিযোগ তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর বক্তব্য ও অপপ্রচার চালানোর অভিযোগে সর্বমিত্র চাকমাকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

Ad

জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সহসভাপতি নুরুল গনি সগীরের পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট নাজমুস শাকিব এই লিগ্যাল নোটিশ প্রেরণ করেন।

Ad
Ad

৩১ জানুয়ারি শনিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে নুরুল গনি সগীর বলেন, গত ২৪ জানুয়ারি ক্যাম্পাসে অবৈধ দোকান নিয়ে করা একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে তার বিরুদ্ধে মিথ্যা চাঁদাবাজির অভিযোগ তোলা হয়। এ বিষয়ে নিজের অবস্থান পরিষ্কার করতে তিনি ২৫ জানুয়ারি সংবাদ সম্মেলন করে অভিযোগকারীকে ১২ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে অভিযোগের পক্ষে প্রমাণ উপস্থাপনের আহ্বান জানিয়েছিলেন।

তিনি বলেন, নির্ধারিত সময়সীমা পার হয়ে তিন থেকে চার দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত কোনো প্রমাণ বা সংশ্লিষ্ট কোনো ছবি উপস্থাপন করা হয়নি। প্রমাণ দিতে ব্যর্থ হওয়ায় বিষয়টি আইনিভাবে মোকাবিলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় আজ আমার আইনজীবীর মাধ্যমে সর্বমিত্র চাকমার কাছে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

লিগ্যাল নোটিশে উল্লেখ করা হয়, সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া একটি পোস্ট ও পরবর্তী বক্তব্যের মাধ্যমে নুরুল গনি সগীরকে চাঁদাবাজ হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও মানহানিকর। এসব বক্তব্যের কারণে তার ব্যক্তিগত, সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে বলেও নোটিশে দাবি করা হয়েছে।

নোটিশে আরও বলা হয়, অভিযুক্ত ব্যক্তি অভিযোগের পক্ষে কোনো গ্রহণযোগ্য প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন। বরং উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে একজন ছাত্রনেতাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে, যা দণ্ডবিধি অনুযায়ী মানহানি ও হয়রানিমূলক অপরাধের শামিল।

আইনি নোটিশে সর্বমিত্র চাকমাকে নোটিশ প্রাপ্তির ১০ ঘণ্টার মধ্যে প্রকাশ্যে মানহানিকর অভিযোগ প্রত্যাহার, সংশ্লিষ্ট পোস্ট ও বক্তব্য অপসারণ এবং নিঃশর্ত ক্ষমা প্রার্থনার আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও নোটিশে সতর্ক করা হয়েছে।

সংবাদ সম্মেলনে জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাংগঠনিক সম্পাদক মো. সাইফুল্লাহ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শিশির তানিম উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


দোয়ারাবাজারে অবৈধভাবে মাটি উত্তোলনে জরিমানা
দোয়ারাবাজারে অবৈধভাবে মাটি উত্তোলনে জরিমানা
৩১ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৬:৩৪:১৩




সর্বমিত্র চাকমাকে আইনি নোটিশ
সর্বমিত্র চাকমাকে আইনি নোটিশ
৩১ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:৪৪:৫৬

নির্বাচনে আসছে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
নির্বাচনে আসছে ৩৩০ আন্তর্জাতিক পর্যবেক্ষক
৩১ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:০৮:২১



কুমিল্লায় বাসচাপায় নিহত ২
কুমিল্লায় বাসচাপায় নিহত ২
৩১ জানুয়ারী ২০২৬ বিকাল ০৪:২৪:০৭


Follow Us