কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি: ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী রাশেদ খাঁন বলেছেন, নির্বাচিত হলে তিনি এলাকার শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়ন নিশ্চিত করবেন। কোনো রাস্তা কাঁচা থাকবে না এবং প্রতিটি নাগরিক সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া হবে। তিনি হাটবাজার দখল ও চাঁদাবাজির সঙ্গে জড়িতদের হুঁশিয়ার করে বলেন, ‘৫ আগস্টের পর যারা হাটবাজার দখল করেছে, তাদের চাঁদাবাজি আর চলবে না।’

২৮ জানুয়ারি মঙ্গলবার বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জ শহরের সরকারি ভূষণ হাইস্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।


রাশেদ খাঁন সনাতন ধর্মাবলম্বীদের উদ্দেশে বলেন, ‘আপনারা নির্বিঘ্নে বসবাস করবেন। সনাতন ধর্মের মানুষ বিএনপির কাছে শতভাগ নিরাপদ। ধানের শীষ প্রতীক তারেক রহমানের আমানত।”
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসরাইল হোসেন জীবন, কালীগঞ্জ পৌর বিএনপির সভাপতি আতিয়ার রহমান, বিএনপি নেতা আনোয়ারুল ইসলাম রবি, বারোবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহাবুর রহমান মিলনসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ঝিনাইদহ-৪ আসনে বিএনপির প্রার্থী রাশেদ খাঁনের পাশাপাশি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন জামায়াতে ইসলামীর মাওলানা আবু তালেব, স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ, ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল জলিল, গণফোরামের খনিয়া খানম এবং জাতীয় পার্টির এমদাদুল ইসলাম বাচ্চু।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available