• ঢাকা
  • |
  • শনিবার ৪ঠা মাঘ ১৪৩২ রাত ১১:০৭:১১ (17-Jan-2026)
  • - ৩৩° সে:

লক্ষ্মীপুরে দেশীয় এলজি পাইপগান ও কার্তুজসহ আটক-১

১৭ জানুয়ারী ২০২৬ রাত ০৯:০৯:০২

লক্ষ্মীপুরে দেশীয় এলজি পাইপগান ও কার্তুজসহ আটক-১

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর সদর উপজেলার অলিপুর এলাকা থেকে দেশীয় এলজি পাইপগান এবং দুই রাউন্ড কার্তুজসহ আনোয়ার নামে একজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

Ad

১৭ জানুয়ারি শনিবার ভোররাতে ওই এলাকায় এই অভিযান চালিয়ে ওই ব্যক্তিকে অস্ত্রসহ আটক করা হয়। সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক ফয়েজ আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

Ad
Ad

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানাধীন বাঙ্গাখাঁ ইউনিয়নের অলিপুর সোহাগ হাজী বাড়ীর রাকিবের বসত ঘরে অভিযান পরিচালনা করেন। সেখান থেকে আনোয়ার হোসেন (২৫) নামে এক যুবককে দেশীয় এলজি পাইপগান এবং দুই রাউন্ড কার্তুজসহ আটক করা হয়।

আটককৃত আনোয়ার হোসেন লক্ষ্মীপুর সদর উপজেলার মিরিকপুর এলাকার ইসমাইল হোসেনের ছেলে।

জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ (ওসি) শাহাদাত হোসেন টিটু জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে ডিবির নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও উল্লেখ করেন, আটককৃত আসামির বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







নুরের আসনে বিএনপির দুই উপজেলা কমিটি বিলুপ্ত
নুরের আসনে বিএনপির দুই উপজেলা কমিটি বিলুপ্ত
১৭ জানুয়ারী ২০২৬ সন্ধ্যা ০৭:০৩:২৮





Follow Us