• ঢাকা
  • |
  • শনিবার ২৭শে পৌষ ১৪৩২ সকাল ০৮:৫৭:৪০ (10-Jan-2026)
  • - ৩৩° সে:

মাঠে খেলাধুলা বাড়লে সমাজ হবে আরও ঐক্যবদ্ধ: হুম্মাম কাদের চৌধুরী

৯ জানুয়ারী ২০২৬ রাত ০৮:১৩:০৮

মাঠে খেলাধুলা বাড়লে সমাজ হবে আরও ঐক্যবদ্ধ: হুম্মাম কাদের চৌধুরী

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: মাঠে খেলাধুলা বাড়লে সমাজ আরও ঐক্যবদ্ধ হয় এবং পেশা ভিন্ন হলেও মানুষের মধ্যে সামাজিক বন্ধন দৃঢ় হয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের রাঙ্গুনিয়া আসনের বিএনপি মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী।

Ad

তিনি বলেন, নিয়মিত খেলাধুলা শরীর সুস্থ রাখার পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য ও সহমর্মিতা গড়ে তোলে।

Ad
Ad

৯ জানুয়ারি শুক্রবার বিকেলে উপজেলার রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে পেশাজীবীদের প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

পেশাজীবীদের মিলনমেলা ও ক্রীড়ার আনন্দঘন পরিবেশে এই প্রীতি ফুটবল ম্যাচটি অনুষ্ঠিত হয়। রাঙ্গুনিয়া পেশাজীবী অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত ম্যাচে লয়ারস ক্লাব ও ডক্টর-ইঞ্জিনিয়ার ক্লাব অংশগ্রহণ করে। শুরু থেকেই ম্যাচটি ছিল উত্তেজনাপূর্ণ। নির্ধারিত সময় শেষে ৪–১ গোলে ডক্টর-ইঞ্জিনিয়ার ক্লাবকে পরাজিত করে দাপুটে জয় লাভ করে লয়ারস ক্লাব।

খেলাকে কেন্দ্র করে মাঠজুড়ে দর্শক, ক্রীড়াপ্রেমী ও বিভিন্ন পেশার মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ।

পুরষ্কার বিতরণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাডভোকেট খাইরুদ্দিন মাহমুদ চৌধুরী হিরু।

পেশাজীবীদের পক্ষ থেকে স্বাগত বক্তব্য দেন  অধ্যাপক মো. মহসিন। অতিথির বক্তব্য দেন অ্যাডভোকেট হাসান আলী চৌধুরী, এস ইউ এম নুরুল ইসলাম, প্রকৌশলী আরিফ হাসান চৌধুরী, অ্যাডভোকেট কামাল হোসেন চৌধুরী এবং ডা. তাশদীদ।

প্রধান অতিথির বক্তব্যে হুম্মাম কাদের চৌধুরী আরও বলেন, রাঙ্গুনিয়ার খেলাধুলাকে সামনে এগিয়ে নিতে হলে মাঠ ও ক্রীড়াঙ্গনের উন্নয়ন জরুরি। লক্ষ্য একটাই,ভবিষ্যতে জাতীয় দলে রাঙ্গুনিয়ার কোনো সন্তানকে তুলে ধরা, যা পুরো উপজেলার জন্য গর্বের বিষয় হবে।

খেলা শেষে আনন্দঘন পরিবেশে প্রীতি ফুটবল ম্যাচের সমাপ্তি ঘটে।

আয়োজকদের পক্ষ থেকে বিজয়ী ও অংশগ্রহণকারী উভয় দলকে অভিনন্দন জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






ব্যালট বাক্স নষ্ট বা হারালে ভোট বন্ধ: ইসি
ব্যালট বাক্স নষ্ট বা হারালে ভোট বন্ধ: ইসি
৯ জানুয়ারী ২০২৬ রাত ০৯:২৮:৪৮


বাসা থেকে পায়ে হেঁটে অফিসে তারেক রহমান
বাসা থেকে পায়ে হেঁটে অফিসে তারেক রহমান
৯ জানুয়ারী ২০২৬ রাত ০৮:৩৪:৩১


নদীর বুকে রাতে জেগে থাকা মানুষ পরশ মাঝি
নদীর বুকে রাতে জেগে থাকা মানুষ পরশ মাঝি
৯ জানুয়ারী ২০২৬ রাত ০৮:২৪:৫৫


Follow Us