ভোলা প্রতিনিধি: বিএনপির জোটসঙ্গী হিসেবে বিজেপি চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ ঢাকা-১৭ আসনে নির্বাচন করবেন বলে শোনা যাচ্ছিল। কিন্তু শনিবার ঢাকা-১৭ আসনের ভোটার হওয়ার আবেদন করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিষয়টি জানার পর তারেক রহমানকে সম্মান জানিয়ে ভোলা-১ আসন থেকে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছেন আন্দালিভ রহমান পার্থ।

২৭ ডিসেম্বর শনিবার বিকেলে ভোলা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আন্দালিভ রহমান পার্থর পক্ষে দলীয় নেতাকর্মীরা ভোলা-১ (সদর) আসনের জন্য মনোনয়নপত্র দাখিল করেন।


ভোলা জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা শামীম রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার বিকেলে ভোলা-১ আসনে বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থের মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্থ ভোলা-১ আসন থেকে গরুর গাড়ি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।
এ বিষয়ে বিজেপি ভোলা জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. নুরনবী বলেন, ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থর পক্ষে জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে।
এ সময় বিজেপির প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার ওয়াশিকুর রহমান অঞ্জন, ভোলা জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোতাসিম বিল্লাহ, ভোলা সদর উপজেলা শাখার সভাপতি আব্দুল জলিলসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, ভোলা-১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে জেলা বিএনপির আহ্বায়ক ও ভোলা পৌরসভার সাবেক মেয়র গোলাম নবী আলমগীর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ ছাড়া জামায়াতে ইসলামী থেকে দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে নজরুল ইসলাম এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে ওবায়দুর রহমান প্রার্থী হিসেবে নির্বাচনী মাঠে রয়েছেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available