• ঢাকা
  • |
  • বুধবার ১০ই পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৫:৪৮ (24-Dec-2025)
  • - ৩৩° সে:

কুমিল্লায় বিজিবির অভিযানে ভারতীয় পণ্য ও মাদক জব্দ

২৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:১৩:০৯

সংবাদ ছবি

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় পৃথক অভিযানে প্রায় ৮৭ লাখ ৩৮ হাজার টাকার অবৈধ ভারতীয় বাজি, কসমেটিক্স সামগ্রী ও মাদকদ্রব্য জব্দ করেছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

Ad

২৪ ডিসেম্বর বুধবার বিকেলে এ তথ্য জানান ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

Ad
Ad

তিনি জানান, কুমিল্লা ব্যাটালিয়ন নিজস্ব দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই ধারাবাহিকতায় গত ২৩ ডিসেম্বর সন্ধ্যা থেকে ২৪ ডিসেম্বর ভোর পর্যন্ত বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

এরই অংশ হিসেবে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফরাজ খান-এর উপস্থিতিতে বিজিবি ও পুলিশের সমন্বয়ে একটি বিশেষ টাস্কফোর্স গঠন করা হয়।

টাস্কফোর্স দলটি সন্ধ্যা ৬টায় কুমিল্লা সদর উপজেলার রসুলপুর রেলওয়ে স্টেশনে চট্টগ্রামগামী ‘চট্টলা এক্সপ্রেস’ ট্রেনে অভিযান চালায়। এ সময় মালিকবিহীন অবস্থায় ৩৬ লাখ ৬৯ হাজার ৮৫০ টাকা মূল্যের বিভিন্ন প্রকার ভারতীয় বাজি, ডারবিন ক্রিম ও কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।

এছাড়া রাতে কুমিল্লা জেলার সীমান্তবর্তী ৮ কিলোমিটার এলাকার মধ্যে পৃথক মাদক ও চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করা হয়। সদর দক্ষিণ উপজেলার যশপুর বিওপির পাহাড়পুর এলাকায় মালিকবিহীন অবস্থায় ৩৪ কেজি গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ১ লাখ ১৯ হাজার টাকা।

১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জানায়, গত ২৪ ঘণ্টায় কুমিল্লা জেলার সীমান্ত এলাকায় মোট ৮৭ লাখ ৩৮ হাজার ৭৯০ টাকা মূল্যের অবৈধ মাদক ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে। জব্দ মালামালসমূহ বিধি মোতাবেক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
গাজীপুর-৩ আসনে ডা. বাচ্চুর মনোনয়ন ফরম সংগ্রহ
২৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৫০:০৪


সংবাদ ছবি
রামপালে আইনশৃঙ্খলা কমিটির সভা
২৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪২:১৮

সংবাদ ছবি
তাইওয়ানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প
২৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৬:৪০:৫১


Follow Us