রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ও পোমরা ইউনিয়নে পৃথক দুটি ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একাধিক পরিবার সর্বস্ব হারিয়েছে এবং পোমরা ইউনিয়নে প্রাণহানির ঘটনাও ঘটেছে।

গত ২২ ডিসেম্বর আনুমানিক রাতে বেতাগী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে কাউখালি আনোয়ারা বেগম উচ্চ বিদ্যালয় সংলগ্ন পশ্চিম পাশে বসবাসরত সিএনজি চালিত অটোরিক্সা চালক মাহবুব আলমের বসতঘরে আগুন লাগে। অগ্নিকাণ্ডে ঘরবাড়ি পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।


২৪ বুধবার ডিসেম্বর সকালে পোমরা ইউনিয়নে পৃথক এক অগ্নিকাণ্ডে ছয়টি পরিবার ক্ষতিগ্রস্ত হয় এবং দুঃখজনকভাবে এ ঘটনায় দুজনের মৃত্যু হয়।
খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাজমুল হাসান। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং প্রাথমিকভাবে কম্বল ও শুকনো খাবারসহ জরুরি সহায়তা প্রদান করেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারগুলোর পাশে থাকার আশ্বাস দেন এবং প্রয়োজনীয় সরকারি সহায়তার ব্যবস্থা গ্রহণের কথা জানান।
এ সময় বেতাগী মানবিক ফাউন্ডেশনের সদস্যবৃন্দ ও স্থানীয় ছাত্র প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available