• ঢাকা
  • |
  • বুধবার ১০ই পৌষ ১৪৩২ সন্ধ্যা ০৬:১৭:২১ (24-Dec-2025)
  • - ৩৩° সে:

নাঙ্গলকোটে অগ্নিকাণ্ডে বসতঘর পুড়ে ছাই

২৪ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:০১:৩০

সংবাদ ছবি

নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার রায়কোট উত্তর ইউনিয়নের পিপড্ডা গ্রামে অগ্নিকাণ্ডে নগদ টাকা, স্বর্ণালংকার ও আসবাবপত্রসহ একটি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে নিঃস্ব হয়ে পড়েছে ভুক্তোভোগী পরিবার।

Ad

২৪ ডিসেম্বর বুধবার ভোরে পিপড্ডা গ্রামের পশ্চিম পাড়া ইস্রাফিল মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। আগুনে ক্ষতিগ্রস্ত ঘরটিতে হাজী ইব্রাহিমের পুত্রবধূ ও দুই নাতনি ঘুমিয়ে ছিলেন।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, ফজরের নামাজ পড়তে গিয়ে ইস্রাফিল মেম্বারের স্ত্রী তার শ্বশুরের ঘর থেকে ধোঁয়া বের হতে দেখেন। পরে উঁকি দিয়ে ভেতরে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন। আশপাশের লোকজন এগিয়ে এলে মসজিদের মাইকে ঘোষণা দেওয়া হয়। গ্রামবাসী আগুন নিয়ন্ত্রণে আনার আগেই নগদ দুই লাখ টাকা, পাঁচ ভরি স্বর্ণালংকার, কাপড়চোপড় ও আসবাবপত্র পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত হাজী ইব্রাহিম বলেন, ‘আমরা গভীর ঘুমে ছিলাম। চিৎকার শুনে উঠে দেখি ঘরে আগুন জ্বলছে। নগদ টাকা, স্বর্ণালংকার, কাপড়চোপড়, আসবাবপত্রের পাশাপাশি ভোটার আইডি, দলিলসহ সব গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়ে গেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।’

এ বিষয়ে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী কর্মকর্তা লিজা আক্তার বীথি বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবার প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন করলে তা জেলা প্রশাসকের কাছে পাঠানো হবে। ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে সহায়তার ব্যবস্থা করা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







সংবাদ ছবি
জামালপুরে বিপুল পরিমাণ ভারতীয় থান কাপড় জব্দ
২৪ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৫:১২:২৪



সংবাদ ছবি
আড়াইহাজারে যুবদল নেতা বাতেন হত্যা, গ্রেফতার ২
২৪ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৫:১৩


Follow Us