• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২০শে অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৫:০৮:২৬ (04-Dec-2025)
  • - ৩৩° সে:

বড়াইগ্রামে বৃদ্ধ দম্পতিকে মারধরের অভিযোগ

৪ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:২৯:৫৫

সংবাদ ছবি

নাটোর প্রতিনিধি: নাটোরের বড়াইগ্রাম উপজেলায় মাদকাসক্ত ভাতিজা ও চাচাতো ভাইয়ের নির্মম নির্যাতনের শিকার হয়ে এক বৃদ্ধ দম্পতি প্রায় ১৫ দিন নিজ বাড়িতেই গৃহবন্দী অবস্থায় জীবন কাটিয়েছেন বলে অভিযোগ উঠেছে।

Ad

৪ ডিসেম্বর বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে দেখা যায়, দীর্ঘদিনের ভয় ও আতঙ্কে তাঁরা ঘরের ভেতরে দিন কাটাচ্ছেন। উপজেলার ১ নম্বর জোয়ারী ইউনিয়নের কুমরুল গ্রামের বাসিন্দা আলহাজ মোসলেম উদ্দিন ও তার স্ত্রী খাদিজা বেগম এই নির্যাতনের শিকার হন।

Ad
Ad

ভুক্তভোগীদের অভিযোগ, গত ২২ নভেম্বর সকালে বাড়িতে একা পেয়ে মাদকাসক্ত দুই ভাতিজা তৌকির ও তারেক এবং চাচাতো ভাই ফিরোজ পরিকল্পিতভাবে মোসলেম উদ্দিনকে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে। তার চিৎকারে স্ত্রী খাদিজা বেগম এগিয়ে এলে তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। পরে স্থানীয়দের হস্তক্ষেপে তাঁরা প্রাণে রক্ষা পান। এরপর থেকেই অভিযুক্তরা তাদের প্রাণনাশের হুমকি দিয়ে আসছিলেন বলে দাবি করেন বৃদ্ধ দম্পতি। এতে ভয়ে তারা ঘর থেকে বের হতে পারেননি। গুরুতর অসুস্থ হয়েও চিকিৎসা নিতে পারেননি তারা। ঘটনার পর ২৪ নভেম্বর বৃদ্ধ দম্পতির জামাতা, অবসরপ্রাপ্ত নৌ-বাহিনীর এক কর্মকর্তা, বড়াইগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে তাদের একমাত্র ছেলে মাসুম আহমেদও একই থানায় পৃথকভাবে অভিযোগ জমা দিয়েছেন।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. শফিউল আজম খান জানান, অভিযোগ গ্রহণ করা হয়েছে এবং বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগীরা সিনিয়র সিটিজেন হওয়ায় আইন অনুযায়ী সর্বোচ্চ সহায়তা নিশ্চিত করা হবে বলেও জানান তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
এবার বিয়ে নিয়ে মুখ খুললেন রাশমিকা মন্দানা
৪ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:৫৯:৪৮


সংবাদ ছবি
বড়াইগ্রামে বৃদ্ধ দম্পতিকে মারধরের অভিযোগ
৪ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:২৯:৫৫

সংবাদ ছবি
আরও ৩৬ আসনে বিএনপির প্রার্থী ঘোষণা
৪ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৪:২৫:৪০





সংবাদ ছবি
খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাচ্ছেন যারা
৪ ডিসেম্বর ২০২৫ বিকাল ০৩:৫৩:১২


Follow Us