• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৬ই অগ্রহায়ণ ১৪৩২ বিকাল ০৫:২২:৩৬ (20-Nov-2025)
  • - ৩৩° সে:

রাঙ্গুনিয়ায় অটোরিক্সা-ট্রাকের সংঘর্ষে কলেজ শিক্ষার্থীর মৃত্যু

২০ নভেম্বর ২০২৫ বিকাল ০৩:৫০:৫২

সংবাদ ছবি

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় যাত্রীবাহী সিএনজি চালিত অটোরিকশার সাথে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক কলেজ শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

Ad

২০ নভেম্বর বৃহস্পতিবার সকালে উপজেলার রাজানগর ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ড ঠান্ডাছড়ি গরুঘাটা এলাকায় এই ঘটনা ঘটে। এই ঘটনায় আরও তিন যাত্রী আহত হয়েছে।

Ad
Ad

নিহত শিক্ষার্থীর নাম আর টি রাশেদ (২৫)। তিনি কক্সবাজারের টেকনাফ উপজেলার দমদমিয়া দক্ষিণ হ্নীলা এলাকার আবুল বশরের ছেলে এবং রাঙামাটি সরকারি কলেজের ইতিহাস বিভাগের স্নাতক দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

সত্যতা নিশ্চিত করে রাজানগর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. নজরুল জানান, রাউজানের দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশা যোগে নিহত রাশেদসহ চার যাত্রী রাঙ্গুনিয়ার দিকে আসতেছিলো। বিপরীত দিক থেকে ট্রাকটি যাওয়ার পথে ছাইরীবাজার দিক থেকে আসা একটি চাঁদের গাড়ি ট্রাকটিকে চাপ দেয়।

ট্রাকটি বিপরীত দিক থেকে আসা সিএনজি চালিত অটোরিকশাটিকে চাপা দেয়। এতে গাড়িটিতে থাকা কলেজ ছাত্রটি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। বাকী তিন যাত্রীকেও আশংকাজনক অবস্থায় হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

নিহত রাশেদের সহপাঠিরা জানান, রাশেদ রাঙামাটি সরকারি কলেজের ইতিহাস বিভাগের ২২-২৩ সেশনের ছাত্র। কলেজের পরীক্ষায় অংশ নেয়ার জন্য যাওয়ার পথে এই দুর্ঘটনার কবলে পড়ে সে।

এই ব্যাপারে রাঙ্গুনিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ টি এম শিফাতুল মাজদার জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ব্যাপারে ব্যবস্থা নেয়া হচ্ছে বলে জানান তিনি।              

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ৭৪৫
২০ নভেম্বর ২০২৫ বিকাল ০৫:০৯:০৭







সংবাদ ছবি
সাকিব আল হাসানকে দুদকে তলব
২০ নভেম্বর ২০২৫ বিকাল ০৪:১৭:৪৭



Follow Us