• ঢাকা
  • |
  • শনিবার ২৪শে কার্তিক ১৪৩২ দুপুর ০১:২৮:০৫ (08-Nov-2025)
  • - ৩৩° সে:

সিরাজগঞ্জে ট্রাকচাপায় কৃষকদলের দুই নেতা নিহত

৮ নভেম্বর ২০২৫ সকাল ১০:২৬:০২

সংবাদ ছবি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ট্রাকচাপায় বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের দুই নেতার মৃত্যুর ঘটনা ঘটেছে। 

Ad

৭ নভেম্বর শুক্রবার বেলা ১২টার দিকে উপজেলার বগুড়া-নগরবাড়ি মহাসড়কের ঘুড়কা নাহার এগ্রোর সামনে এ দুর্ঘটনা ঘটে।

Ad
Ad

নিহতরা হলেন- একই উপজেলার চান্দাইকানা ইউনিয়নের ৭নং ওয়ার্ড কৃষকদেলর দপ্তর সম্পাদক ও ডুমরাই গ্রামের মৃত বিরু শেখের ছেলে ওমর ফারুক ও যুগ্ম সাধারণ সম্পাদক এবং একই গ্রামের আকবর আলীর ছেলে ফরিদুল ইসলাম।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলযোগে ভূঁইয়াগাঁতী এলাকা থেকে হাটিকুমরুলের দিকে যাচ্ছিলেন তারা। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দিলে দুজনই গুরুতর আহত হন। স্থানীয়রা উদ্ধার করে শহীদ এম. মুনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসকরা ফরিদুল ইসলামকে মৃত ঘোষণা করেন। বগুড়ার টিএমএসএস হাসপাতালে নেওয়ার পথে ওমর ফারুকও মারা যান।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, সন্ধ্যার দিকে ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি নিজেদের হেফাজতে নিয়েছি। তবে চালক পালিয়ে গেছেন। লাশ দুটি হাসপাতাল থেকে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


সংবাদ ছবি
টিটিপাড়ায় চালু হলো ৬ লেনের আন্ডারপাস
৮ নভেম্বর ২০২৫ দুপুর ১২:৪০:০৩








সংবাদ ছবি
কালীগঞ্জে মাঠ থেকে নারীর মরদেহ উদ্ধার
৮ নভেম্বর ২০২৫ সকাল ১০:৪০:৫৪


Follow Us