স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল: টাঙ্গাইলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ পরিবার ও আহতদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেছেন বিএনপির প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ আসনের মনোনয়ন প্রত্যাশী সুলতান সালাউদ্দিন টুকু।

৩০ অক্টোবর বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় ময়মনসিংহ রোডে তার ব্যক্তিগত অফিসে এই সহায়তা প্রদান করা হয়। এ সময় সদর উপজেলার বিভিন্ন এলাকার শহীদ পরিবার ও আহতরা উপস্থিত ছিলেন।


সহায়তা প্রদান অনুষ্ঠানে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, “যারা আন্দোলন-সংগ্রামে অংশ নিয়েছেন, তাদের ঐক্যবদ্ধ থাকতে হবে। নিজেদের মধ্যে বিভাজন সৃষ্টি করা যাবে না। টাঙ্গাইলে ১০১ জন শহীদ পরিবার ও আহতদের পাশে থাকার চেষ্টা করেছি, ভবিষ্যতেও সকলের পাশে থাকবো।”
অনুষ্ঠানে দলীয় নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available