নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে গুলির একাধিক স্প্রিন্টারের আঘাতে আহত জুলাই যোদ্ধা গাজী সালাউদ্দীন মারা গিয়েছেন।
২৭ অক্টোবর সোমবার সকাল ১০টায় তার জানাজা সম্পন্ন হয়েছে। এর আগে ২৬ অক্টোবর রোববার রাত ৯টায় নারায়ণগঞ্জ শহরের খানপুর ৩০০ শয্যা হাসপাতালে তিনি মারা যান।


চিকিৎসকরা জানান, নারায়ণগঞ্জের ওই আহত যোদ্ধা এক চোখ হারিয়েছিলেন গুলিতে। শরীরের আরও কয়েক স্থানে ছিল একাধিক স্প্লিন্টার। তাঁর গলায় আটকে থাকা একটি স্প্লিন্টার, যা অপসারণ করা অত্যন্ত ঝুঁকিপূর্ণ ছিল, সেই থেকেই সৃষ্ট শ্বাসকষ্টে তিনি মারা যান। প্রায় ১৫ মাস ধরে গুলির এই স্প্লিন্টার গলায় বিদ্ধ ছিল তাঁর।

নারায়ণগঞ্জ জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব এড. আব্দুল্লাহ আলামিন জানান, আজকে আমরা আহত এক জুলাইযোদ্ধাকে হারালাম। আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সব সময় তাদের পরিবারের সাথে যোগাযোগ পূর্বেও রেখেছিলাম ভবিষ্যতেও রাখবো। এর আগে জুলাই ফাউন্ডেশন এর পক্ষ থেকে তাঁকে একটি মুদি দোকান করে দেওয়া হয়েছিল। কিন্তু আজকে তিনি আর নেই।
জুলাই ফাউন্ডেশনের পরিচালনা পরিষদের সদস্য মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ সামাজিক যোগাযোগ মাধ্যমে স্ট্যাটাসে লেখেন, অল্প কিছুদিন আগেই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পুনর্বাসন কার্যক্রমের আওতায় তাঁকে একটি মুদি দোকান দেওয়া হয়েছিল-জীবনটা নতুনভাবে শুরু করার আশায়। কিন্তু মৃত্যুর নিষ্ঠুরতা তাঁকে কেড়ে নিল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available