মধুপুর (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে অভাবনীয় সাফল্য অর্জন করেছে। পাশের হারের ভিত্তিতে জেলার মধ্যে অনন্য ফলাফল করেছে।
বিদ্যালয়টি প্রতিষ্ঠার পর এ থেকেই ভালো ফলাফল করে আসছে বলে জানা গেছে। এবারের এইচএসসি পরীক্ষায় মোট ৩৯২ জন অংশ নিয়ে ৩৮৫ জন পাশ করেছে। পাশের হার শতকরা ৯৮.৪৭ ভাগ। জিপিএ ৫ পেয়েছে মোট ৬৩ জন। এমন প্রাপ্তি উচ্ছ্বসিত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ছাত্র ছাত্রী অভিভাবকসহ ম্যানেজিং কমিটি।
টাঙ্গাইলের অন্যতম বিদ্যাপিঠের নাম মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। লাল মাটির বংশাই বিধৌত নদীর তীরে অবস্থিত এ বিদ্যাপীঠটি শহরের প্রাণকেন্দ্রে অট্রালিকা সুরম্যসম সুন্দর মনোরম পরিবেশে চলছে পাঠদান। যোগাযোগ ব্যবস্থা আর বিদ্যালয়ের কঠোর নিয়ম শৃঙ্খলার কারণে বরাবরের মতো এবারের এইচএসসি পরীক্ষায় অর্জন করেছে অভাবনীয় সাফল্য। শিক্ষক ছাত্রদের উপস্থিতি অভিভাবক সম্মেলন ও নিয়মিত পাঠদান পরীক্ষার কারণেই বিদ্যালয়টি জেলার মধ্যে বরাবরই অনন্য স্বাক্ষর রেখে চলছে। প্রতিষ্ঠানের ধারাবাহিকতায় এবারের এইচএসসি পরীক্ষায় শতকরা ৯৮.৪৭ ভাগ পাশ আর জিপিএ ৫ পেয়েছে ৬৩ জন।
এমন অর্জনে শহরে সর্বত্র বইছে বিদ্যালয়ের প্রশংসা।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, এবারের এইচএসসি পরীক্ষায় মোট ৩৯২ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল। বিজ্ঞান বিভাগে ১৪৩ জনের মধ্যে ১৪১ জন পাশ করেছে। জিপিএ ৫ আর ৩৮ জন এ গ্রেড পেয়েছে। পাশের হার ৯৮.৬০%। মানবিকে ১৬৬ জনের মধ্যে পাশ করেছে ১৬৫ জন। জিপিএ ৫ পেয়েছে ২১, এ ১২২ ও এ মাইনাস পেয়েছে ১৭ জন। ব্যবসায় শিক্ষায় ৮৩ জনের
মধ্যে পাশ করেছে ৭৯ জন। জিপিএ ৫ পেয়েছে ৪ জন। এ ১৮ জন ও এ মাইনাস পেয়েছে ৩১, বি ১৯, সি ৭ জন শিক্ষার্থী। শতভাগ ৯৮.৪৭ পাশ ও জিপিএ প্রাপ্তিতে আনন্দের বন্যা বইছে।
মধুপুর শহীদ স্মৃতি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিতাই চন্দ্র কর জানান, হোম ভিজিট তদারকি, অভিভাবক সমাবশ নিয়মিত পরীক্ষা ক্লাস টেস্ট, মডেল টেস্ট নিয়ে দুর্বল শিক্ষার্থীদের স্পেশাল ক্লাস পরীক্ষা নেয়া হয়। নিয়মিত পাঠদানের মধ্যে দিয়ে কঠোর নিয়ম শৃঙ্খলায় এ বিদ্যালয়ের অভ্যন্তরীণ পরীক্ষা শিক্ষকদের আন্তরিক পাঠদানের ফলে বরাবরই সুনাম অর্জন করে আসছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2025, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available